Money Making Tips: এই ৯ উপায়ে প্রতি মাসে মোটা টাকা রোজগার করতে পারবেন আপনিও
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Money Making Tips; দক্ষতা অনুযায়ী বুদ্ধি খাটালে যে কেউ ভাল টাকা রোজগার করতে পারে। সবদিক দেখে বুঝেশুনে ঝাঁপিয়ে পড়তে হবে শুধু।
advertisement
1/10

ইন্টারনেটের যুগ। অর্থ উপার্জনের হাজার রাস্তা। দক্ষতা অনুযায়ী বুদ্ধি খাটালে যে কেউ ভাল টাকা রোজগার করতে পারে। সবদিক দেখে বুঝেশুনে ঝাঁপিয়ে পড়তে হবে শুধু। ২০২৪ সালে অর্থ উপার্জনের কী কী পথ খোলা রয়েছে?
advertisement
2/10
খাবার বা মুদিখানার জিনিস ডেলিভারি: দরকার শুধু টুহুইলার। খাবার বা মুদিখানার জিনিস ডেলিভারি করে ভাল রোজগার হবে। DoorDash, UberEats এবং GrubHub-এর মতো অ্যাপ রয়েছে। রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে পৌঁছে দিতে হবে গ্রাহকের দোরগোড়ায়।
advertisement
3/10
সার্ভে: বাড়িতে বসে ফোন বা ট্যাব থেকে সার্ভে-র প্রশ্নের উত্তর দিয়ে কেউ বড়লোক না হলেও টাকা রোজগার করা যায় ভালই। যেমন Survey Junkie। নিজের মতামত দিতে হবে শুধু। ব্যস। বদলে মিলবে পয়েন্ট। সেটাকে নগদ বা ই-গিফট কার্ডে বদলে নেওয়া যায়।
advertisement
4/10
নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট: অনেকেই ভাবতে পারেন, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে টাকা আসবে কীভাবে? না, টাকা আসবে না। তবে ডেবিট কার্ডে কেনাকাটায় রিওয়ার্ড পাওয়া যাবে। বিনা চেষ্টায় অর্থ রোজগারের উপায় খুঁজলে হাই ইল্ড সেভিংস অ্যাকাউন্ট ভাল বিকল্প।
advertisement
5/10
ইনভেস্টমেন্ট অ্যাপ: বিনিয়োগ দীর্ঘমেয়াদে সম্পদ তৈরিতে সাহায্য করে। এক্ষেত্রে ডে ট্রেডিং করা যায়। তুলনামূলকভাবে দ্রুত রিটার্ন মিলবে। কম দামে স্টক কিনে বেশি দামে বিক্রি করতে হবে। এটাই কাজ।
advertisement
6/10
কেনাকাটায় ক্যাশব্যাক: খুচরো কেনাকাটায় ক্যাশব্যাক পাওয়া যায়। অর্থাৎ একটা শতাংশ ফেরত দেওয়া হয়। বিশেষ প্রোমো কোড বা ডিসকাউন্টো মেলে। পাওয়া যায় ওয়েয়েলকাম বোনাসও।
advertisement
7/10
ওয়েবসাইট বা ডোমেইন ফ্লিপ: ওয়েবসাইট ফ্লিপিং অনেকটা রিয়েল এস্টেটে বিনিয়োগের মতো। ওয়েবসাইট বা ডোমেইন কিনে তার উপর কাজ করে সেটাকে বেশি দামে বিক্রি করে দেওয়া হয়। এভাবেই রজগার করা যায়।
advertisement
8/10
প্রয়োজন নেই এমন জিনিস বিক্রি: দ্রুত টাকা রোজগারের সবচেয়ে ভাল উপায় হল, বাড়িতে বা আশপাশে যে সব জিনিসের কোনও প্রয়োজন নেই, সেগুলো বিক্রি করে দেওয়া। যেমন ইলেকট্রনিক্স, গেমিং কনসোল, ভিডিও গেমস, সেলফোন, পোশাক ইত্যাদি।
advertisement
9/10
অড জব: এমন কাজ যা সাধারণত কল্পনা করা যায় না, কিন্তু সে সব করেই ভাল টাকা রোজগার করা যায়। যেমন বেবিসিটিং, পোষ্যকে ঘোরানো ইত্যাদি।
advertisement
10/10
গিফট কার্ড বিক্রি: অব্যবহৃত গিফট কার্ড বিক্রি করে দেওয়া যায়। এর জন্য CardCash, EJ-র মতো অ্যাপ রয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: এই ৯ উপায়ে প্রতি মাসে মোটা টাকা রোজগার করতে পারবেন আপনিও