Money Making Tips: খরচ মাত্র ২৫,০০০ টাকা! অক্টোবর থেকেই শুরু করুন এই কাজ, বছর শেষ হতেই প্রতি মাসে পকেটে উপচে পড়বে টাকা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Business Idea: অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু করুন এই ব্যবসা। সামান্য পুঁজিতে এই ব্যবসা অত্যন্ত লাভজনক। বছর শেষ হতে হতেই হাতে আসবে প্রচুর টাকা। বদলে যাবে আপনার ভাগ্য!
advertisement
1/6

অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু করুন এই ব্যবসা। সামান্য পুঁজিতে এই ব্যবসা অত্যন্ত লাভজনক। বছর শেষ হতে হতেই হাতে আসবে প্রচুর টাকা। বদলে যাবে আপনার ভাগ্য! (ছবি ও তথ্য সৈকত শী)
advertisement
2/6
বাংলা থেকে বর্ষা বিদায় নিয়েছে। শরতের হাত ধরে হেমন্তের হিমেল বাতাস জানান দেয় শীতের কথা। আর শীতের সময় প্রায় সব বাড়িতেই নানান ধরনের মুরশুমী ফুলের গাছ দেখতে পাওয়া যায়। শীতকালের এই মুরশুমী ফুলের নার্সারি বর্তমানে বিকল্প রোজকারের পথ দেখাচ্ছে।
advertisement
3/6
ডালিয়া, চন্দ্রমল্লিকা, এস্টার ও ক্যালেন্ডুলা সহ নানান শীতকালীন ফুল বাড়ির সামনের ছোট্ট জায়গায় শোভা পায় প্রতিটি পরিবারে। ফলে অক্টোবরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন শীতকালীন ফুল গাছের চাহিদা বাজারে দ্বিগুণ হয়। ফলে অত্যন্ত লাভজনক ব্যবসা।
advertisement
4/6
শীতের সময়টা বাড়িতে বাগান করতে ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বাড়ির সামনে উঠোনের একটু ফাঁকা জায়গা হোক বা ছাদে তবে শীতকালীন নানান ধরনের ফুলের গাছ লাগান বহু মানুষ। ফলে নার্সারি থেকে ডালিয়া চন্দ্রমল্লিকা সহ নানান ধরনের ফুলের গাছ বহু সংখ্যক বিক্রি হয়। তবে এই শীতকালীন ফুলের নার্সারি খুব সহজেই কম জায়গায় তৈরি করা সম্ভব। বর্তমান সময়ে এটি একটি বিকল্প রোজকারের পথ। বিশেষ করে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কাছে স্বনির্ভর বা স্বাবলম্বী হয়ে ওঠার একটি আদর্শ উপায়।
advertisement
5/6
সামান্য খরচে ছোট্ট জায়গায় মুরশুমী ফুল গাছের নার্সারি থেকে মাসিক ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করা সম্ভব। এ বিষয়ে তপন দাস নার্সারীর মালিক জানান, "শেষ পাঁচ বছর ধরে বিভিন্ন মুরশুমী ফুল ও ফল চারা গাছে নার্সারি করেছেন। এখান থেকে রোজকার হচ্ছে ভালই। আরও জানান নিজের হাতে বীজ থেকে বা কলম পদ্ধতিতে গাছ তৈরি করেন না। অন্য কোন বড় নার্সারি থেকে পাইকারি মূল্যে বিভিন্ন চারা গাছ নিয়ে আসেন। এবং তা খুচরো বাজারে বিক্রি করেন। আর তাতেই লভ্যাংশের পরিমাণ যথেষ্ট ভাল।"
advertisement
6/6
বর্তমান সময়ে গাছ লাগান বহু মানুষ। নার্সারিতে বিভিন্ন ফুল ফলের চারা গাছের চাহিদা বাড়ছে। অন্যদিকে শীতের মুরশুমী বিভিন্ন শীতকালীন ফুল ও ফল চাহিদা দ্বিগুণ বৃদ্ধি পায়। সহজেই এই নার্সারি তৈরি করে বেকার যুবক-যুবতীরা আর্থিকভাবে নিজেরা স্বাবলম্বী হতে পারবে। চারা গাছ তৈরির না জানলেও পাইকারি মূল্যে চারা গাছ কিনে খুচরা বাজারে বিক্রি করেও লাভের পরিমাণ যথেষ্ট ভাল। দৈনিক ৫০০ থেকে ৮০০ টাকা রোজগার করা সম্ভব শীতকালীন ফুলের নার্সারি থেকে। (ছবি ও তথ্য সৈকত শী)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: খরচ মাত্র ২৫,০০০ টাকা! অক্টোবর থেকেই শুরু করুন এই কাজ, বছর শেষ হতেই প্রতি মাসে পকেটে উপচে পড়বে টাকা