Money Making Business:পশুপালকদের জন্য এসেছে নতুন স্কিম, সহজেই অ্যাকাউন্টে জমা হবে লক্ষ লক্ষ টাকা, জানুন বিশদে
- Reported by:Trending Desk
- local18
- Published by:Salmali Das
Last Updated:
Money Making Business: পশুপালন বর্তমানে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। তাই পশুচাষিদের উন্নতির উদ্দেশ্যে কৃষকদের ইউপির ফিরোজাবাদে পশুপালনের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের মতোই আরও একটি স্কিম শুরু হয়েছে৷
advertisement
1/7

পশুপালন বর্তমানে একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। তাই পশুচাষিদের উন্নতির উদ্দেশ্যে কৃষকদের ইউপির ফিরোজাবাদে পশুপালনের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের মতোই আরও একটি স্কিম শুরু হয়েছে৷
advertisement
2/7
যার মাধ্যমে খামারচাষীদের নামমাত্র সুদে লক্ষ লক্ষ টাকা ঋণ দেওয়া হচ্ছে। যে সমস্ত পশুখামারিরা টাকার অভাবে পশুদের সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করতে পারছেন না তাঁরা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন এবং এর সাহায্যে পশুপালকরা নিজেদের পশুদের ভাল ভাবে যত্ন নিতে পারবেন।
advertisement
3/7
এই প্রকল্পের সুবিধাগুলি পেতে, কৃষকভাইরা তাঁদের নিকটস্থ পশুচিকিৎসা হাসপাতালে যোগাযোগ করতে পারেন এবং আবেদন করতে পারেন। আবেদন করার পর লক্ষ লক্ষ টাকা সরাসরি খামারচাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
advertisement
4/7
ফিরোজাবাদের ডেপুটি চিফ ভেটেরিনারি অফিসার ডা. আনন্দ কুমার স্থানীয় লোকাল 18-কে জানিয়েছেন যে, ফিরোজাবাদে পশু চাষিদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের মতো একটি পশুপালন প্রকল্প শুরু হয়েছে৷ যার মধ্যে পশুদের পরিচর্যার জন্য খামারিদের এক লক্ষ ষাট হাজার টাকা সহায়তা প্রদান করা হবে।
advertisement
5/7
তবে এই স্কিমটি কৃষকদের জন্য শুরু হওয়া কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের মতোই। কৃষকরা যেমন তাঁদের খামারে কেসিসির মাধ্যমে আর্থিক সাহায্য পান, তেমনই পশু খামারিরা তাঁদের পশুদের যত্ন ও লালন-পালনের জন্য লক্ষ লক্ষ টাকা মূল্যের কেসিসি নিতে পারেন।
advertisement
6/7
তিনি আরও বলেন যে, এই প্রকল্পগুলির সুবিধা পেতে পশু মালিকদের পশু হাসপাতালে এসে আবেদন করতে হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে, পশু আধিকারিক আমাদের জানিয়েছেন যে, এই প্রকল্পটি কেসিসি পশুপালন স্কিম নামে শুরু করা হয়েছে। এই সুবিধা পেতে, গবাদি পশুপালকদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
advertisement
7/7
পশুপালকদের পশুচিকিৎসা হাসপাতাল থেকে একটি ফর্ম নিয়ে পূরণ করতে তবে। পূরণ করা ফর্মের সঙ্গে তাঁর আধার কার্ড এবং ব্যাঙ্ক পাস বইয়ের এক কপি জেরক্স জমা দিতে হবে। এরপর ফাইল পাস হওয়ার পর ব্যাঙ্কের মাধ্যমে তাঁদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Business:পশুপালকদের জন্য এসেছে নতুন স্কিম, সহজেই অ্যাকাউন্টে জমা হবে লক্ষ লক্ষ টাকা, জানুন বিশদে