TRENDING:

কেবল FD করেই ক্ষান্ত? ঝুঁকি ছাড়াই রিটার্ন বাড়াবে ফিক্সড ডিপোজিটের ফেলে রাখা টাকাই, এই টিপস জেনে বাড়ান ব্যাঙ্ক ব্যালেন্স

Last Updated:
অনেকেই মনে করেন ফিক্সড ডিপোজিটে টাকা রাখলেই নিশ্চিত ও স্থির রিটার্ন পাওয়া যায়। কিন্তু সামান্য পরিকল্পনা করলে কোনও ঝুঁকি না নিয়েই এফডি থেকে আরও বেশি লাভ করা সম্ভব।
advertisement
1/7
কেবল FD করেই ক্ষান্ত? ঝুঁকি ছাড়াই বাড়বে রিটার্ন, এই টিপস জেনে বাড়ান ব্যাঙ্ক ব্যালেন্স
ফিক্সড ডিপোজিটে টাকা রাখলেই নিশ্চিন্ত৷ পাওয়া যাবে ভাল রিটার্ন৷ কিন্তু শুধু টাকা রাখাই যথেষ্ট নয়৷ সামান্য পরিকল্পনা করলে কোনও ঝুঁকি না নিয়েই এফডি থেকে আরও বেশি লাভ করা সম্ভব।
advertisement
2/7
ভাল রিটার্ন পাওয়ার একটি বড় উপায় হল এফডি ল্যাডারিং। পুরো টাকা একসঙ্গে দীর্ঘমেয়াদি একটি এফডিতে না রেখে, তা বিভিন্ন মেয়াদের ছোট ছোট এফডিতে ভাগ করুন—যেমন ১ বছর, ৩ বছর ও ৫ বছর। এতে স্বল্পমেয়াদি এফডি মেয়াদপূর্তির সময় বেশি সুদের হারে পুনরায় বিনিয়োগের সুযোগ পাওয়া যায়। পাশাপাশি সহজতা বজায় থাকে, ফলে দীর্ঘমেয়াদি এফডি ভাঙা ছাড়াই প্রয়োজনে টাকা পাওয়া যায়।
advertisement
3/7
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সুদের পেআউট অপশন সঠিকভাবে নির্বাচন করা। এফডিতে সুদ মাসিক, ত্রৈমাসিক অথবা মেয়াদপূর্তিতে একসঙ্গে পাওয়া যায়। নিয়মিত আয়ের জন্য কিছু এফডি মাসিক বা ত্রৈমাসিক সুদে রাখুন, আর বাকিগুলো কিউমুলেটিভ রাখলে দীর্ঘমেয়াদে ভালোভাবে অর্থ বৃদ্ধি পাবে। এতে আয় ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকে।
advertisement
4/7
বিভিন্ন ব্যাঙ্কে বিনিয়োগ ছড়িয়ে দেওয়াও একটি বুদ্ধিমানের কাজ। সরকারি, বেসরকারি ও ছোট ফাইন্যান্স ব্যাঙ্ক—সবগুলোর সুদের হার আলাদা হয়। একাধিক ব্যাঙ্কে এফডি করলে ঝুঁকি কমে, রিটার্ন বাড়ে এবং কোনও একটি ব্যাঙ্কে সুদের হার কমালে তার প্রভাব পুরো বিনিয়োগে পড়ে না।
advertisement
5/7
বিনিয়োগের আগে অবশ্যই সুদের হার তুলনা করুন। মাত্র ০.৫% বেশি সুদ দীর্ঘ সময়ে বড় পার্থক্য গড়ে দিতে পারে। বিশেষ এফডি স্কিমগুলোর দিকেও নজর রাখুন, কারণ সেগুলোতে সাধারণ এফডির তুলনায় বেশি রিটার্ন পাওয়া যায়।
advertisement
6/7
ভারতে ফিক্সড ডিপোজিট এখনও সবচেয়ে নিরাপদ বিনিয়োগগুলোর একটি। তবে শুধু সাধারণ রিটার্নেই সন্তুষ্ট থাকার প্রয়োজন নেই।
advertisement
7/7
সঠিক পরিকল্পনা, বিভিন্ন মেয়াদে এফডি ভাগ করা, উপযুক্ত সুদের পেআউট বেছে নেওয়া, একাধিক ব্যাংকে বিনিয়োগ ছড়িয়ে দেওয়া এবং সুদের হার তুলনা করলে আপনার এফডি হয়ে উঠতে পারে একটি স্মার্ট বিনিয়োগ—শুধু সঞ্চয়ের মাধ্যম নয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
কেবল FD করেই ক্ষান্ত? ঝুঁকি ছাড়াই রিটার্ন বাড়াবে ফিক্সড ডিপোজিটের ফেলে রাখা টাকাই, এই টিপস জেনে বাড়ান ব্যাঙ্ক ব্যালেন্স
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল