Money Making Tips: মাত্র ৯০ দিনেই হবেন লাখপতি! এই ব্যবসা শুরু করুন সামান্য জায়গা থাকলেই, রোজগার কেউ আটকাতে পারবে না
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
এই সবজি চাষ করলে মাত্র তিন মাসেই হতে পারেন লাখপতি! জানেন কী এই সবজি। যার এতো রমরমা বাজার।
advertisement
1/6

*এই সবজি চাষ করলে মাত্র তিন মাসেই হতে পারেন লাখপতি! জানেন কী এই সবজি। যার এতো রমরমা বাজার। বাজারে চড়া দামে বিকোচ্ছে টমেটো। আর এতেই বেশ খুশি চাষিরা। প্রতিবেদনঃ সুরজিৎ দে। প্রতীকী ছবি।
advertisement
2/6
*এই সবজি চাষ করে স্বল্প দিনেই কৃষকদের মুখে ফুটছে হাসি। বাজারে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে টমেটো। বহু বছর পর টমেটোর দাম এখন অগ্নি মূল্য। প্রতীকী ছবি।
advertisement
3/6
*পাইকারি মূল্যই যাচ্ছে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা কিলো দরে। এক বিঘা জমিতে সঠিকভাবে টমেটো চাষ করলে ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে। প্রতীকী ছবি।
advertisement
4/6
*শুধু তাই নয়, জৈব সার ব্যবহার করলে টমেটোতে বেশ ভাল ফলন দেয়। প্রতিটি গাছ থেকে প্রায় ১০ কেজির মতো ফলন মেলে। এত লাভজনক চাষ দেখে টমেটো চাষের দিকেই এখন ঝুঁকছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লক এবং হলদিবাড়ির কৃষকদের একাংশ। টমেটো বাজারে নিয়ে গেলে হাসিমুখে বাড়ি ফিরছে কৃষকেরা। প্রতীকী ছবি।
advertisement
5/6
*প্রসঙ্গত, ভাল পরিমাণে টমেটো চাষ করতে হলে আপনাকে জৈব সার ব্যবহার করতেই হবে এবং সঠিকভাবে তার গাছের পরিচর্যা করতে হবে। টমেটো চাষ শুকনো আবহাওয়ায় হলে, পর্যাপ্ত পরিমাণে জল সেচ দেওয়া প্রয়োজন। প্রতীকী ছবি।
advertisement
6/6
*চারা লাগানোর ১৫ এবং ৩৫ দিন পর চারাকে পোকার হাত থেকে বাঁচাতে সমান ভাগে ভাগ করে নিয়ে ইউরিয়া ও পটাশ দিতে হবে। ব্যাস, এ বার সুন্দর ভাবে পরিচর্যা করলেই ভাল ফলন অনিবার্য। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: মাত্র ৯০ দিনেই হবেন লাখপতি! এই ব্যবসা শুরু করুন সামান্য জায়গা থাকলেই, রোজগার কেউ আটকাতে পারবে না