TRENDING:

Money Making Tips: অবহেলায় পড়ে থাকা আকন্দ ফুল চাষ করেই এভাবে লাভের মুখ দেখছেন জেলার চাষিরা

Last Updated:
Money Making Tips: পথে-ঘাটে, বাগানে কিংবা রাস্তার দু'ধারে অযত্নে অবহেলায় বেড়ে উঠতে দেখা যায় এই আকন্দ ফুলের গাছ৷
advertisement
1/6
অবহেলায় পড়ে থাকা আকন্দ ফুল চাষ করেই এভাবে লাভের মুখ দেখছেন জেলার চাষিরা
অবহেলায় পরে থাকলেও আকন্দ ফুলের চাহিদা বাড়ে ফাল্গুনের শিব চতুর্দশী সহ চৈত্র-বৈশাখ মাসে, আর এই ফুল চাষ করেই লাভের মুখ দেখছেন জেলার চাষীরা
advertisement
2/6
দেবাদিদেব মহাদেব আকন্দ ফুলেই তুষ্ট হন। এই বিশ্বাসে ভক্তরাও শিব পুজোর প্রধান উপকরণ হিসাবে রাখেন এই আকন্দ ফুলকে৷ পথে-ঘাটে, বাগানে কিংবা রাস্তার দু'ধারে অযত্নে অবহেলায় বেড়ে উঠতে দেখা যায় এই আকন্দ ফুলের গাছ৷ এই গাছ হেলায়-ফেলায় থাকলেও শিবের পূজোর জন্য শিবরাত্রির আগেই এই ফুলের চাহিদা বাড়ে বহু অংশে
advertisement
3/6
দিনদিন এই আকন্দ ফুলের চাহিদা বাড়তে থাকায় কিন্তু বর্তমানে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এই ফুল। পরিসংখ্যানে দেখা গেছে , একাধিক কৃষক আকন্দ ফুলের চাষ করে ভালো টাকা রোজগার করছেন। বলা যেতে পারে এই আকন্দ ফুলই কৃষকের জীবনে এনে দিয়েছে উন্নতি ৷ উত্তর ২৪ পরগনা জেলার পাঁচপোতা গ্রামে আজ থেকে ২৫ বছর আগে কুমার সরকার নামে এক কৃষক প্রথম আকন্দ ফুলের চাষ শুরু করেন
advertisement
4/6
চাষের পরিধি বাড়তে বাড়তে বর্তমানে পাঁচপোতা এলাকায় প্রায় ৫০০ বিঘা জমিতে আকন্দ ফুলের চাষ হচ্ছে। ফুল তোলা থেকে শুরু করে মালা গাঁথা সহ একাধিক কর্মযজ্ঞে কৃষকের পাশাপাশি বহু শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে
advertisement
5/6
সারাবছর আকন্দ ফুলের চাহিদা থাকলেও শিবরাত্রির সময় ভালো বাজার পেয়ে থাকেন কৃষকরা। পাঁচপোতা গ্রামের কৃষক মনোতোষ সরদার জানালেন, আকন্দ ফুল চাষে খরচ খুব একটা বেশি নেই কিন্তু ভালো বাজারদর পাওয়া গেলে লক্ষাধিক টাকা লাভ হতে পারে। এই সময় চারিদিকে চলছে শিবের মাথায় জল ঢালা। ফলে ফুলের চাহিদাও বেড়েছে অনেকটাই। এক কুড়ি ফুল দুশো টাকার উপরে ও বিক্রি হচ্ছে বলে জানালেন এক ফুল ব্যবসায়ী
advertisement
6/6
ফলে এই ফুলকে কেন্দ্র করেও কিছু মানুষের অন্নসংস্থান জুটছে। কিছু মানুষ ফুল তোলার কাজ করছেন, কিছু মানুষ মালা গাঁথার কাজে নিযুক্ত রয়েছেন। ফলে এই ফুলকে কেন্দ্র করেই এখন লাভের মুখ দেখছেন জেলার একাংশের চাষীরা
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: অবহেলায় পড়ে থাকা আকন্দ ফুল চাষ করেই এভাবে লাভের মুখ দেখছেন জেলার চাষিরা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল