TRENDING:

Money Making Tips: কাঁঠালই বদলে দেবে আপনার ভাগ্য, হবে মোটা টাকা লাভ ! দেখে নিন কী করে

Last Updated:
Money Making Tips: জেলার বাজারে এই এঁচোড় যেমনি বিক্রি হয়। তেমনি অন্যান্য জেলা এবং ভিন রাজ্যে গুলিতেও এই এঁচোড়ের চাহিদা থাকে প্রতিবছর।
advertisement
1/6
কাঁঠালই বদলে দেবে আপনার ভাগ্য, হবে মোটা টাকা লাভ ! দেখে নিন কী করে
গরমের মরসুমে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা গুলিতে প্রচুর এঁচোড়ের ফলন চোখে পড়ে। তবে এই এঁচোড় চাষ করতে হয় না আলাদা ভাবে, সাধারণ ভাবেই ফলন হয় এগুলির।
advertisement
2/6
জেলার বাজারে এই এঁচোড় যেমনি বিক্রি হয়। তেমনি অন্যান্য জেলা এবং ভিন রাজ্যে গুলিতেও এই এঁচোড়ের চাহিদা থাকে প্রতিবছর। সেজন্য বিক্রি করা হয় জেলার এঁচোড় গুলিকে।
advertisement
3/6
এঁচোড় ব্যবসায়ী জাভেদ আলি জানান, তবে জেলা কোচবিহারের গ্রাম্য এলাকা গুলির এঁচোড়ের চাহিদা বেশি থাকে প্রতিবছর। সেজন্য প্রচুর এঁচোড় সংগ্রহ করা হয় গ্রাম্য এলাকা থেকে।
advertisement
4/6
এঁচোড় সংগ্রহকারী রমজান আলি জানান, কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা এবং তুফনগঞ্জ মহকুমা থেকে এই এঁচোড় গুলি টোটো কিংবা ছোট গাড়ি করে সংগ্রহ করে আনা হয়।
advertisement
5/6
কৃষি অভিজ্ঞ ব্যক্তি অমল রায় জানান, জেলার এঁচোড় গুলিতে কোনোও রাসায়নিক স্যার ব্যবহার হয় না। ফলে এগুলির স্বাদ ও পুষ্টিগত মান ভাল হয় অনেকটাই। তাই চাহিদা বেশি থাকে।
advertisement
6/6
এঁচোড়ের পাইকার লালচাঁদ বর্মন জানান, এই এঁচোড় গুলি বিহার, অসম এবং ওড়িষ্যা পাঠানো হয় গাড়ির মাধ্যমে। সেখানের বাজারের খুচরো বিক্রেতারা এগুলি কেনেন বিক্রির জন্য।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: কাঁঠালই বদলে দেবে আপনার ভাগ্য, হবে মোটা টাকা লাভ ! দেখে নিন কী করে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল