Money Making Tips: কাঁঠালই বদলে দেবে আপনার ভাগ্য, হবে মোটা টাকা লাভ ! দেখে নিন কী করে
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Money Making Tips: এই গাছের চারা ১০০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা দামের পর্যন্ত রয়েছে । গাছ যত পুরানো হবে দাম তত বেশি।
advertisement
1/5

এবার আর চিন্তার কোনও কারণ নেই। ইচ্ছা থাকলে আপনিও সারাবছর এই সবজি অথবা ফলের স্বাদ উপভোগ করতে পারবেন । পূর্ব বর্ধমান জেলার একটি নার্সারিতে পাওয়া যাচ্ছে পিন কাঁঠাল গাছ।
advertisement
2/5
এই গাছ থেকেই সারাবছর পাওয়া যাবে ফলন। এই প্রসঙ্গে নার্সারির তরফ থেকে দেবজ্যোতি চক্রবর্তী বলেন , এটা পিন কাঁঠাল গাছ । এই গাছ থেকে বারো মাস ফলন পাওয়া যাবে । এই গাছের চারা ১০০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা দামের পর্যন্ত রয়েছে । গাছ যত পুরানো হবে দাম তত বেশি।
advertisement
3/5
কাঁঠাল খেতে ভালোবাসেন, বাড়িতে গাছ লাগাতে চান কিন্তু শুধুমাত্র জায়গার অভাবে বাড়িতে গাছ লাগানো সম্ভব হচ্ছে না। তবে এবার আর চিন্তা করবেন না। নিজের বাড়িতে ছোট্ট টব অথবা বালতির মধ্যেই লাগাতে পারেন পিন কাঁঠাল গাছ। বাড়িতে এই গাছ বসানোর জন্য বেশি জায়গার কোনও দরকার নেই। এই পিন কাঁঠাল গাছের সর্বাধিক উচ্চতা ১০ ফুট।
advertisement
4/5
তবে এই গাছ খুব বেশি বড় না হলেও বছরে ফল পাওয়া যাবে প্রায় ৫০ থেকে ১০০ টারও বেশি। এই প্রসঙ্গে নার্সারির কর্ণধার দেবেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, যেখানে একটু হলেও রোদের আভা পাওয়া যাবে সেই জায়গায় এই গাছ রাখতে হবে । গাছটি লাগানোর জন্য বেশি জায়গার প্রয়োজন নেই । তিনি আরও বলেন গাছ ছোট হলেও ভাল ফলন আসবে।
advertisement
5/5
কেউ যদি এই গাছ কিনে চাষ শুরু করতে চান, তাহলে সেটা থেকেও লাভবান হওয়া সম্ভব। কারণ গাছের দামও কম, জায়গাও কম লাগবে। তবে গাছ থেকে সারাবছরই পাওয়া যাবে ফলন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: কাঁঠালই বদলে দেবে আপনার ভাগ্য, হবে মোটা টাকা লাভ ! দেখে নিন কী করে