TRENDING:

Money Making Tips: ৬৫ লাখ টাকা থেকে দশ বছর ধরে প্রতি মাসে মিলেছে ১ লাখ রিটার্ন! রইল সেরা স্কিম

Last Updated:
Money Making Tips: ইক্যুইটি বাজার অস্থির, সবসময়ই ওঠানামা করে। তাই মাসিক আয়ের জন্য ডেট এবং হাইব্রিড মিউচুয়াল ফান্ডই পছন্দ করেন অধিকাংশ বিনিয়োগকারী।
advertisement
1/9
৬৫ লাখ টাকা থেকে দশ বছর ধরে প্রতি মাসে মিলেছে ১ লাখ রিটার্ন! রইল সেরা স্কিম
এসআইপিতে প্রতি মাসে বিনিয়োগ করতে হয়। এসডব্লিউপি এর উল্টো। এতে প্রতি মাসে টাকা তোলা হয়। অবসর গ্রহণের পর মাসিক আয়ের জন্য এসডব্লিউপিতে বিনিয়োগের পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা।
advertisement
2/9
ইক্যুইটি, হাইব্রিড বা ডেট মিউচুয়াল ফান্ডে এসডব্লিউপি করা যায়। ইক্যুইটি বাজার অস্থির, সবসময়ই ওঠানামা করে। তাই মাসিক আয়ের জন্য ডেট এবং হাইব্রিড মিউচুয়াল ফান্ডই পছন্দ করেন অধিকাংশ বিনিয়োগকারী। এখানে ৭টি সেরা এসডব্লিউপি ফান্ডের তালিকা দেওয়া হল।
advertisement
3/9
এসবিআই স্মল ক্যাপ ফান্ড – রেগুলার- গ্রোথ: এসবিআই স্মল ক্যাপ ফান্ড থেকে গত দশ বছরে বার্ষিক ২৩.৪২ শতাংশ হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ৬৫ লাখ টাকা লাম্পসাম বিনিয়োগ থেকে প্রতি মাসে মিলেছে ১ লাখ টাকা। ১২০ কিস্তি তোলার পর ফান্ডে ব্যালেন্স রয়েছে ১,১৮,৯৪,১৪২ টাকা।
advertisement
4/9
নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড – গ্রোথ প্ল্যান – গ্রোথ অপশন: নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড থেকে গত দশ বছরে বিনিয়োগকারীরা বার্ষিক ১৯.৮৪ শতাংশ হারে রিটার্ন পেয়েছেন। ৬৫ লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে ১ লাখ টাকা তো মিলেছেই, ১২০ কিস্তি তোলার পর ব্যালেন্স রয়েছে ৫৫,৯৫,০১১ টাকা।
advertisement
5/9
ডিএসপি স্মল ক্যাপ ফান্ড – রেগুলার – গ্রোথ: গত দশ বছরে ডিএসপি স্মল ক্যাপ ফান্ড থেকে ১৯.২৪ শতাংশ হারে বার্ষিক রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ৬৫ লাখ টাকার বিনিয়োগ থেকে মাসিক আয় হিসেবে হাতে এসেছে ১ লাখ টাকা। ১২০ কিস্তি তোলার পরেও ফান্ডে এখনও ৪৭,৪৪,৩৩৫ টাকা ব্যালেন্স রয়েছে।
advertisement
6/9
এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ড – রেগুলার গ্রোথ: এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ড থেকে গত দশ বছরে ১৮.০৩ শতাংশ হারে বার্ষিক রিটার্ন পেয়েছেন বিনিয়োগ কারীরা। ৬৫ লাখ টাকা বিনিয়োগ থেকে প্রতি মাসে ১ লাখ টাকা রিটার্ন মিলেছে। ১২০ কিস্তি তোলার পরেও ৩১,৬৬,৬০৯ টাকার ব্যালেন্স রয়েছে ফান্ডে।
advertisement
7/9
কোটাক স্মল ক্যাপ ফান্ড – গ্রোথ: দশ বছরে ১৬.৫৬ শতাংশ হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ৬৫ লাখ টাকা বিনিয়োগ থেকে প্রতি মাসে মিলেছে ১ লাখ টাকা। তারপরেও ফান্ডে ১৫,০৪,০১৯ টাকা ব্যালেন্স রয়েছে।
advertisement
8/9
অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড – রেগুলার প্ল্যান – গ্রোথ: অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড থেকে ১৫.৬০ শতাংশ হারে বার্ষিক রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ৬৫ লাখ টাকা বিনিয়োগ থেকে প্রতি মাসে মিলেছে ১ লাখ টাকা। ১২০ কিস্তি তোলার পারেও ফান্ডে এখনও ১৪,৩৭,৪৬৪ টাকা ব্যালেন্স রয়েছে।
advertisement
9/9
এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড – গ্রোথ অপশন: এই ফান্ড থেকে গত দশ বছরে ১৫.০৯ শতাংশ হারে রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ৬৫ লাখ টাকা বিনিয়োগ থেকে প্রতি মাসে ১ লাখ টাকা মিলেছে। তারপরেও ফান্ডে ১৫,০৪,০১৯ টাকা ব্যালেন্স রয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ৬৫ লাখ টাকা থেকে দশ বছর ধরে প্রতি মাসে মিলেছে ১ লাখ রিটার্ন! রইল সেরা স্কিম
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল