Money Making Tips: মাত্র ১৫০০ টাকা মাসিক বিনিয়োগে ৩৫ লাখ রিটার্ন! জেনে নিন এই চোখধাঁধানো স্কিমের খুঁটিনাটি
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Money Making Tips: বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। কিন্তু আজও দেশের কোটি কোটি মানুষ দরিদ্রসীমার নিচে বাস করেন। এঁদের মধ্যে অধিকাংশই গ্রামের বাসিন্দা।
advertisement
1/6

বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। কিন্তু আজও দেশের কোটি কোটি মানুষ দরিদ্রসীমার নিচে বাস করেন। এঁদের মধ্যে অধিকাংশই গ্রামের বাসিন্দা। তাঁদের আর্থিক স্বচ্ছলতার জন্য পোস্ট অফিসে চালু করা হয়েছে একাধিক স্কিম। এর মধ্যে গ্রাম সুরক্ষা যোজনা অন্যতম।
advertisement
2/6
পোস্ট অফিসের গ্রামীণ ডাক জীবন বিমা প্রকল্পের আওতায় গ্রাম সুরক্ষা যোজনা স্কিম পরিচালিত হয়। এই স্কিমে প্রতি মাসে ১৫০০ টাকা বিনিয়োগ করে ৩৫ লাখ টাকা রিটার্ন পাওয়া যায়। গ্রামের দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষভাবে এই স্কিমের ডিজাইন করা হয়েছে।
advertisement
3/6
১৯ বছর থেকে ৫৫ বছর বয়সী যে কোনও ব্যক্তি গ্রাম সুরক্ষা যোজনা স্কিমে বিনিয়োগ করতে পারেন। সর্বনিম্ন বিমার পরিমাণ ১০ হাজার টাকা। সর্বোচ্চ ১০ লক্ষ টাকা। বিনিয়োগকারী মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা দিতে পারেন।
advertisement
4/6
যদি কোনও ব্যক্তি গ্রাম সুরক্ষা যোজনা স্কিমে প্রতি মাসে ১৫০০ টাকা অর্থাৎ দৈনিক ৫০ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদপূর্তিতে তিনি ৩৫ লাখ টাকা রিটার্ন পাবেন। ১৯ বছর বয়সে যদি কেউ ১০ লক্ষ টাকার বিমা কেনেন তাহলে ৫৫ বছর বয়স পর্যন্ত তাঁকে প্রতি মাসে ১৫১৫ টাকার প্রিমিয়াম দিতে হবে। একইভাবে ৫৮ বছরের জন্য প্রতি মাসে ১,৪৬৩ টাকা এবং ৬০ বছরের জন্য ১,৪১১ টাকা জমা করতে হবে।
advertisement
5/6
গ্রাম সুরক্ষা যোজনা স্কিমে বিনিয়োগ করলে ঋণ পাওয়া যায়। তবে এর জন্য ৪ বছর অপেক্ষা করতে হবে। বিনিয়োগকারী চাইলে পলিসি শুরু হওয়ার তারিখ থেকে ৩ বছর পর পলিসি সারেন্ডারও করতে পারেন। টানা পাঁচ বছর বিনিয়োগ করলে বোনাসও পাওয়া যায়।
advertisement
6/6
বিনিয়োগকারীর ৮০ বছর বয়সে পলিসির সম্পূর্ণ পরিমাণ অর্থাৎ ৩৫ লাখ টাকা দেওয়া হয়। তবে প্রয়োজনে ম্যাচিউরিটির টাকা আগেও দাবি করতে পারেন বিনিয়োগকারী। এই ধরণের পরিস্থিতিতে পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী, ৫৫ বছরের বিনিয়োগে ৩১ লাখ ৬০ হাজার টাকা, ৫৮ বছরের বিনিয়োগে ৩৩ লাখ ৪০ হাজার টাকা এবং ৬০ বছরের মেয়াদপূর্তিতে ৩৪ লাখ ৬০ হাজার টাকা পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: মাত্র ১৫০০ টাকা মাসিক বিনিয়োগে ৩৫ লাখ রিটার্ন! জেনে নিন এই চোখধাঁধানো স্কিমের খুঁটিনাটি