Money Making Tips: কালীপুজোয় জবা ফুলেই খুলে যাবে আপনার ভাগ্য, আয় হবে মোটা টাকা! কীভাবে বিনিয়োগ করে দ্বিগুণ লাভ করবেন?
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Money Making Tips: কালীপুজোর চাহিদায় বেড়েছে জবা ফুলের দাম। সহজ পরিচর্যায় এই ফুলচাষ করে ভাল আয় করছেন কৃষকরা। কম খরচে লাভজনক এই চাষে আগ্রহ বাড়ছে নতুন চাষিদের মধ্যেও।
advertisement
1/6

আগের থেকে দক্ষিণ ২৪ পরগনার সর্বত্র বেড়েছে কালিপুজোর সংখ্যা। পাড়ায় পাড়ায় চলছে পুজোর আয়োজন। ফলে পাল্লা দিয়ে বেড়েছে জবা ফুলের চাহিদা। ফলে জবাফুল চাষ করে লাভবান হচ্ছেন জেলার কৃষকরা। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
জবা ফুলের গাছ লাগালে খুব একটা পরিচর্যা করতে হয়না। যে কোনো জায়গায় এই গাছ লাগানো যায়। বেশ কয়েক বছর ধরে এই গাছ থেকে ফুল পাওয়া যায়। ফলে এই চাষ করে লাভ পাওয়া যাচ্ছে।
advertisement
3/6
এবছর জবাফুলের ব্যাপক ফলন হয়েছে। ফলে বাড়তি চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে মনে করছেন কৃষকরা। এ নিয়ে মথুরাপুরের এক জবা ফুলচাষি মহাদেব হালদার জানিয়েছেন, কালী পুজো বেড়েছে ফলে জবার চাহিদা বেড়েছে।
advertisement
4/6
দুর্গাপুজোয় যেরকম পদ্মফুলের চাহিদা থাকে, তেমনই জবা ফুল ছাড়া কালীপুজো পূর্ণতা পায় না। ফুলচাষিরা বছরের এই সময়টার দিকেই তাকিয়ে থাকেন। বর্তমানে এক হাজার জবার দাম যাচ্ছে ১০০০ টাকা।
advertisement
5/6
এই ফুল চাষ করতে খুব একটা খরচ নেই। ফলে ফুল বিক্রি করে যা হয় পুরোটাই লাভ পাওয়া যায়। ফুল বেশি হলে এখন কোল্ড-স্টোরেজে স্টোর করাও যায়।
advertisement
6/6
জবা ফুল চাষ নতুন করে ফুল চাষীদের মুখে হাসি ফোটাচ্ছে। এই ফুল যে এখন উপার্জনের মাধ্যম হতে পারে তা এখন বুঝতে পারছেন কৃষকরা। পরের বছর আরও বেশি করে চাষ করার পরিকল্পনা রয়েছে তাদের। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: কালীপুজোয় জবা ফুলেই খুলে যাবে আপনার ভাগ্য, আয় হবে মোটা টাকা! কীভাবে বিনিয়োগ করে দ্বিগুণ লাভ করবেন?