TRENDING:

Money Making Tips: ফুল নয় এই গাছের পাতা থেকে আয় করতে পারবেন লাখ লাখ টাকা!

Last Updated:
Money Making Tips: এই গাছের পাতা থেকে আয় করতে পারবেন লাখ লাখ টাকা ৷
advertisement
1/6
ফুল নয় এই গাছের পাতা থেকে আয় করতে পারবেন লাখ লাখ টাকা!
কথায় আছে টাকা কি গাছে ধরে! তবে এ যেন গাছের পাতায় টাকা ধরে! যে ডালে বেশি পাতা সেই ডালে বেশি টাকা। গাছের চাষ করা হচ্ছে ফুলের জন্য নয় পাতার জন্য।
advertisement
2/6
উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের মিনাখার এক যুবক পরীক্ষামূলকভাবে এই কামিনী গাছের চারা রোপন করেছেন। বিয়ে বাড়ি নানা অনুষ্ঠান, গাড়ি সাজানো, মঞ্চ সাজানো সহ নানা অনুষ্ঠান ও অফিস সাজসজ্জাতে ব্যবহার হচ্ছে কামিনী।
advertisement
3/6
সব কিছুতেই দরকার হয় কামিনীর পাতাসহ ডাল। অনুষ্ঠান বাড়িসাজাতে ফুলের চেয়েও বেশি দরকার হয় কামিনীর ডাল। এটা ছাড়া ফুলের সৌন্দর্য্যটাও ঠিক ফোটে না। এককথায় ফুলের যে কোনো তোড়া বানাতে বা ফুল দিয়ে যে কোনো ধরণের ডেকোরেশন কোথাও দরকার হলে সেখানে এই কামিনী পাতার দরকার হয়। কামিনী গাছে তুলনামূলক কম খরচ ও দীর্ঘমেয়াদী ফলন পাওয়ায় এই গাছের বাণিজ্যিকভাবে চাষের আগ্রহ বাড়ছে।
advertisement
4/6
এই গাছের পাতা সহজে পচে না এবং সহজে নরম হয় না। অন্য যেকোন ফুল কিংবা পাতা যেমন গাছে রেখে দেওয়া যায় না, কামিনীর ডালের ক্ষেত্রে সে সমস্যা নেই। এটি পচবে না বা নষ্ট হবে না। তাই এটি চাষেও ঝুঁকি কম।
advertisement
5/6
গাছটিতে জল দেওয়া ও সার দেওয়া ছাড়া বিশেষ কোনো পরিচর্যা করতে হয় না। একবার গাছ লাগালে বছরের পর বছর ডাল পাওয়া যায়। একটি ডাল কাটলে সেখানে আরও কয়েকটি ডাল বের হয়।
advertisement
6/6
এই গাছের পাতা ওজন এবং গোছা দু'ভাবেই বিক্রি করা যায়। আর এভাবেই কামিনী গাছের চাষ করে লাভের দেশে দেখছেন মিনাখার নিতাই মন্ডল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ফুল নয় এই গাছের পাতা থেকে আয় করতে পারবেন লাখ লাখ টাকা!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল