৫ লক্ষ টাকার FD-তে ৫ লক্ষ টাকা সুদ! সোজা কথায় পয়সা ডবল! SBI-এর এই স্কিমের কথা শুনেছেন তো?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক এসবিআই প্রবীণ নাগরিকদের জন্য এক বিশেষ বিনিয়োগ প্রকল্প শুরু করেছে।
advertisement
1/7

অনেকেই আক্ষেপ করে বলেন, ফিক্সড ডিপোজিটে সুদ খুব কম। টাকা রেখে কী হবে! বিশেষ করে সরকারি ব্যাঙ্কে। এ কথা সত্যি যে, বেসরকারি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলির চেয়ে তুলনামূলক ভাবে সরকারি ব্যাঙ্কগুলিতে সুদের হার সাধারণত কম হয়।
advertisement
2/7
বর্তমানে পরিস্থিতি বদলেছে। ইদানীং সরকারি ব্যাঙ্কগুলোও ফিক্সড ডিপোজিটে মোটা টাকা রিটার্ন দিচ্ছে। দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক এসবিআই প্রবীণ নাগরিকদের জন্য এক বিশেষ বিনিয়োগ প্রকল্প শুরু করেছে। নাম ‘উই কেয়ার’ (এসবিআই উই কেয়ার স্পেশাল এফডি)। এতে যা রিটার্ন মিলছে, তাতে চোখ কপালে উঠতে বাধ্য!
advertisement
3/7
এই ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করলেই টাকা দ্বিগুণ! কোভিডের সময় প্রবীণ নাগরিকদের অর্থ সুরক্ষিত করতে এবং সর্বোচ্চ সুদের হারের সঙ্গে উচ্চতর রিটার্ন দেওয়ার লক্ষ্যে ‘উই কেয়ার ফিক্সড ডিপোজিট’ চালু করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, প্রবীণ নাগরিকরা চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
advertisement
4/7
সুদ মিলছে ৭.৫০ শতাংশ হারে:
advertisement
5/7
এসবিআই-এর ওয়েবসাইট অনুযায়ী, এই প্রকল্পে ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। নেট ব্যাঙ্কিং বা yono অ্যাপ ব্যবহার করে কিংবা ব্যাঙ্কের কোনও শাখায় গিয়ে ফিক্সড ডিপোজিট খোলা যাবে। প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ পাবেন।
advertisement
6/7
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, টিডিএস কেটে নেওয়ার পর ফিক্সড ডিপোজিটের উপর সুদ দেওয়া হবে। মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক সুদ মিলবে। এসবিআই প্রবীণ নাগরিকদের ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দেয়। নিয়মিত ফিক্সড ডিপোজিটে সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশের মধ্যে, ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের জন্য।
advertisement
7/7
৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে রিটার্ন ১০ লাখ: এই ফিক্সড ডিপোজিট স্কিমে ১০ বছরে টাকা দ্বিগুণ হবে। অর্থাৎ যদি কেউ ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ১০ বছর পর তিনি ১০ লক্ষ টাকার বেশি হাতে পাবেন। ৫ লক্ষ টাকার জন্য ১০ বছরে সুদ হিসেবে ৫.৫ লক্ষ টাকা হাতে আসবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
৫ লক্ষ টাকার FD-তে ৫ লক্ষ টাকা সুদ! সোজা কথায় পয়সা ডবল! SBI-এর এই স্কিমের কথা শুনেছেন তো?