TRENDING:

Money Making Tips: একেবারে কম পুজিতে প্রচুর মুনাফা, লাল-সাদা-সবুজ এই ফল চাষে পকেটে উপচে পড়বে টাকা, কীভাবে? জানুন সিক্রেট

Last Updated:
Money Making Tips: জাম্বু রেট, অ্যামেরিকান বিউটি, হাইব্রিড মরাক্যান, গরজিলা-সহ বেশ কিছু প্রজাতির ড্রাগন চাষ করা হয়েছে। বিঘা প্রতি ৫ টন ফলন হচ্ছে বর্তমান বাজারে, যা বিক্রি হচ্ছে অধিক দামেই। জৈব সারের ব্যবহার, উন্নত সেচ ব্যবস্থা রয়েছে তাঁর ড্রাগনের বাগানে।
advertisement
1/6
একেবারে কম পুজিতে প্রচুর মুনাফা, এই ফল চাষে পকেটে উপচে পড়বে টাকা, কীভাবে? জানুন
*প্রথাগত চাষের বাইরে বেরিয়ে উন্নত বৈজ্ঞানিক প্রথায় ২২ রকমের ড্রাগন ফল ও তার সঙ্গে আরও বেশ কিছু ফসলের চাষ করে চাষে দিশা দেখছেন হরিহরপাড়ার পদ্মনাভপুর গ্রামের প্রগতিশীল চাষী কামারুজ্জামান বিশ্বাসের। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*পেশায় চাষী কামারুজ্জামান বিশ্বাস বলেন, প্রায় এক বিঘা জমিতে ড্রাগন চাষ করেছেন তিনি। দেশি ও বিদেশি প্রায় ২০-২২ রকম প্রজাতির ড্রাগন চাষ করেছেন তিনি। লাল, গোলাপী, সবুজ-সহ বিভিন্ন রকমের এই ড্রাগন ফলের চাষ করছেন। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*জাম্বু রেট, অ্যামেরিকান বিউটি, হাইব্রিড মরাক্যান, গরজিলা-সহ বেশ কিছু প্রজাতির ড্রাগন চাষ করা হয়েছে। বিঘা প্রতি ৫টন ফলন হচ্ছে বর্তমান বাজারে, যা বিক্রি হচ্ছে অধিক দামেই। জৈব সারের ব্যবহার, উন্নত সেচ ব্যবস্থা রয়েছে তাঁর ড্রাগনের বাগানে। এলাকার বাজারে ড্রাগন ফলের চাহিদা রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*বিভিন্ন প্রজাতির, বিভিন্ন রঙের ড্রাগন ও ড্রাগনের চারা বিক্রি করে লাভের মুখ দেখছেন তিনি। ড্রাগনের সঙ্গে ফসল হিসেবে পরীক্ষামূলক ভাবে আনারস, আঙুর চাষ করেছেন তিনি। আগামী শীতের মরশুমে ফসল হিসেবে মরসুমি ফসলের চাষও করছেন ড্রাগনের বাগানে। বিভিন্ন জায়গা থেকে উৎসাহী চাষিরাও আসছেন তাঁর বাগানে। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*ড্রাগন চারার পাশাপাশি নিচ্ছেন চাষের পরামর্শও। ড্রাগন চাষে উৎসাহ দিচ্ছেন কামারুজ্জামান বিশ্বাস। চাইলে চাষীরা এই উন্নতি পদ্ধতিতে বিভিন্ন প্রজাতির ড্রাগন চাষ করতে পারেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন কৃষি ও উদ্যানপালন দফতরের আধিকারিকেরাও। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*মূলত, ড্রাগন ফল বিভিন্ন রঙে আসে, প্রতিটি তার অনন্য চেহারা এবং গন্ধের সঙ্গে। গোলাপী ড্রাগন ফলের মধ্যে স্পন্দনশীল গোলাপী চামড়া এবং সাদা মাংস রয়েছে, যখন হলুদ ড্রাগন ফলের হলুদ চামড়া এবং সাদা মাংস রয়েছে। লাল ড্রাগন ফল তার লাল চামড়া এবং মাংসের জন্য পরিচিত এবং সাদা ড্রাগন ফলের সাধারণত সাদা চামড়া এবং মাংস থাকে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: একেবারে কম পুজিতে প্রচুর মুনাফা, লাল-সাদা-সবুজ এই ফল চাষে পকেটে উপচে পড়বে টাকা, কীভাবে? জানুন সিক্রেট
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল