Money Making Ideas: একবার চাষ করেই বছর পর বছর লাভ! এই গাছ যেন টাকার খনি! জানুন চাষের পদ্ধতি
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Money Making Ideas: সবসময় যে ভাল জমিতে চাষ করতে হবে এই গাছ সেটা ঠিক নয়। পরিত্যাক্ত জমিতেও চাষ করা যায় এই ফল। এছাড়া একবার চাষ করলে দীর্ঘ সময় পর্যন্ত লাভ পাওয়া যায় এই ফল চাষে।
advertisement
1/5

দেখতে বেশ অনেকটাই অদ্ভুত রকমের এই গাছ ও গাছের ফল। আচমকা দেখলে মনে হবে এটা কোনোও ক্যাকটাস গাছ। তবে এই গাছের ফলের উপকারিতা রয়েছে অনেকটাই। বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় এই ফলের চাষ করা হচ্ছে অনেকটাই। এই ফলের গাছ সকলের কাছে প্রসিদ্ধ ড্রাগন ফ্রুট নামে। শীতের মরশুমে এই ফলের চাহিদা বেড়ে ওঠে অনেকটাই। ফলন ও হয় অনেকটা বেশি শীতের সময়। তবে এই গাছ একবার চাষ করলে বছরের পর বছর লাভ পাওয়া সম্ভব।
advertisement
2/5
জেলার এক ব্যক্তি বেশ কয়েকবছর ধরে এই ড্রাগন ফ্রুট চাষ করে লাভবান হচ্ছেন। ড্রাগন ফ্রুট চাষি কোলিন বর্মন জানান, "সবসময় যে ভাল জমিতে চাষ করতে হবে এই গাছ সেটা ঠিক নয়। পরিত্যাক্ত জমিতেও চাষ করা যায় এই ফল। চাষের আগে শুধু ভাল করে জমি তৈরি করে নিতে হয়। এই চাষে জলের পরিমাণ খুবই কম দরকার হয়। গাছের গায়ে কাঁটা থাকার কারণে গবাদি পশু এই গাছকে খুব একটা পছন্দ করে না। তাই গবাদি পশুর গাছ খেয়ে ফেলার ভয় থাকে না। এই ফল একবার চাষ করলে বহু বছর পর্যন্ত এই ফল চাষ থেকে লাভ পাওয়া যায়। এছাড়া এই ফল এবং গাছের চারা বিক্রি করেও লাভ পাওয়া সম্ভব।"
advertisement
3/5
তিনি আরও জানান, "এই গাছের রোগ সেরকম কিছু দেখা দেখা যায় না। তবে ফল হওয়ার পর সঠিক সময় গাছের ডাল কেটে দিতে হয়। গাছের বৃদ্ধি ঠিক রাখতে। নাহলে গাছের ফলের মান খারাপ হয়ে যায় অনেকটাই।"
advertisement
4/5
অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ সরকার জানান, "এই ফলের মধ্যে রয়েছে ক্যানসার প্রতিরোধ করার ক্ষমতা। ড্রাগন ফ্রুট দাঁত, হাড়, চুল, নখ মজবুত করার আয়রন, ক্যালসিয়াম ও খনিজ লবণ রয়েছে এই ফলে। তাইতো বর্তমান সময়ে এই ফলের চাহিদা বিভিন্ন বাজার গুলিতে বেড়েই চলেছে ক্রমাগত।"
advertisement
5/5
যেই সমস্ত কৃষক বা ব্যক্তি একবার চাষে দীর্ঘ সময় পর্যন্ত লাভের মুখ দেখতে চান। তাঁরা দ্রুত এই চাষ শুরু করতেই পারেন। পাইকারি থেকে খুচরো এই ফল বিক্রি করে যেমনি লাভ আসছে। তেমনি এই গাছের চারা বিক্রি করেও ভাল টাকা মুনাফা পাওয়া সম্ভব অনেকটাই সহজে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: একবার চাষ করেই বছর পর বছর লাভ! এই গাছ যেন টাকার খনি! জানুন চাষের পদ্ধতি