PF নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার, মালামাল হতে চলেছে সাধারণ মানুষ
Last Updated:
advertisement
1/4

লোকসভা নির্বাচনকে আর কয়েক মাস বাকি ৷ তার আগেই মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। শীঘ্রই সাধারণ মানুষের জন্য উপহার নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ সরকারের এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি ভাবে পড়তে চলেছে পিএফ ফান্ডের উপর ৷
advertisement
2/4
সূত্রের খবর, পিএফ-এর সুদের হার বাড়ানোর পরিকল্পনা করছে মোদি সরকার ৷ এই সংক্রান্ত জানুয়ারি মাসের শেষে EPFO-র বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
3/4
EPFO-র সুদের কোনও বদল করলে এর প্রভাব পড়তে চলেছে প্রায় 6 কোটি অ্যাকাউন্ট হোল্ডারের উপরে ৷ বর্তমানে EPFO-র সুদের হার 8৷55 শতাংশ ৷ সুদের হারে বদল আনার জন্য রিভিউ কমিটিও তৈরি করা হয়েছিল ৷ এই বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে ৷
advertisement
4/4
EPFO-তে সুদের হার বাড়ানোর পাশাপাশি এবার থেকে অ্যাকাউন্টহোল্ডারদের এই সুবিধাও দেওয়া হতে পারে যাতে তারা নিজেরাই ঠিক করবে কত টাকা শেয়ার বাজারে লাগাবে ৷ EPFO এর জন্য এমন একটি সফ্টওয়্যার তৈরি করেছে যেখানে পিএফ ক্যাশ ও ইটিএফের শেয়ার আলাদা আলাদা দেখাবে ৷ বর্তমানে কেবল আপনার সেভিংস দেখা যায় ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PF নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার, মালামাল হতে চলেছে সাধারণ মানুষ