TRENDING:

Budget 2021: দাম বাড়ছে মোবাইল ফোনের, যন্ত্রাংশের উপর বসছে শুল্ক

Last Updated:
বাজেট ২০২১-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন যে, মোবাইল পার্টস বা যন্ত্রাংশের ওপর যে ছাড় ছিল আগে, এবার থেকে সেই ছাড় আর মিলবে না। ফলে মোবাইলও যে আরও দামী হবে, তা বলাই বাহুল্য।
advertisement
1/6
Budget 2021: দাম বাড়ছে মোবাইল ফোনের, যন্ত্রাংশের উপর বসছে শুল্ক
•মোবাইল ফোনের যন্ত্রাংশ ও চার্জারের ওপর শুল্ক বসছে। আগে যে ছাড় মিলত এখন থেকে তা আর পাওয়া যাবে না। এই সব জিনিসের ওপর ২.৫ শতাংশ কর লাগু হল। বাজেট ২০২১-এ ঘোষণা করলেন নির্মলা সীতারামন।
advertisement
2/6
•কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান যে, বিশ্বব্যাপী মোবাইল, মোবাইলের যন্ত্রাংশ সহ মোবাইলের সঙ্গে ব্যবহৃত সব জিনিসের উৎপাদনে ভারত অনেকটা এগিয়ে। ফলে রপ্তানি করতে প্রস্তুত হচ্ছে দেশ। মোবাইল, চার্জারের মতো পণ্য এবার ভারতের থেকে কিনবে অন্য দেশগুলি। যার জন্য তৈরি হয়েছে বাজারও।
advertisement
3/6
•এই ব্যবসা চাঙ্গা করতে এবং এই রপ্তানিতে লাভবান হতে আগে যে ছাড় মিলত, তা কিছুটা কমানো হল, জানান নির্মলা সীতারামন। মোবাইলের কিছু অংশ এবং চার্জারের ওপর এই দামবৃদ্ধি লাগু হবে। এরফলে ২.৫ শতাংশ শুল্ক বসবে।
advertisement
4/6
•এর প্রভাব পড়বে মোবাইলের দামেও ওপর। কারণ আগে যা করের আওতায় ছিল না, তার ওপরে বসছে কর। তবে এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি যে, মোবাইলের কোন অংশগুলির ওপর চাপছে এই শুল্কের বোঝা।
advertisement
5/6
•এর আগে তিনি ঘোষণা করেন যে, ৪০০টি পুরনো পণ্যের ওপর যে কর ছাড় চলে, তা খতিয়ে দেখা হবে। এর ফলে পুরনো অপ্রয়োজনীয় বস্তুর ওপর থেকে কর ছাড় বন্ধ হবে।
advertisement
6/6
•মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং চার্জারের ওপর কর চাপানো মূলত ফেজড ম্যানুফ্যাকচারিং প্রোগরামের আওয়ার পড়ছে যাতে পিএলআই স্কিম আরও লাভবান হয়, মত নাঙ্গিয়া সংস্থার নিশ্চল এস আরোরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Budget 2021: দাম বাড়ছে মোবাইল ফোনের, যন্ত্রাংশের উপর বসছে শুল্ক
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল