West Bardhaman News : আলু চাষ করলে এই ভুল মোটেও করবেন না! নয়তো ফসল যাবে জলে, মাথায় পড়বে হাত
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
দুই সারির মাঝে সার দিয়ে কোদালের সাহায্যে মাটি কুপিয়ে গাছের গোড়ায় তুলে দিতে হবে। মড়ক লাগা জমিতে সেচ দেওয়া বন্ধ রাখতে হবে।
advertisement
1/5

আলু চাষ করেছেন? তাহলে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি। এই সময় সঠিক যত্ন না হলে, উপযুক্ত ফলন হবে না।
advertisement
2/5
আলু চাষি বিজয় মেটে বলছেন, আলু চারা গাছের উচ্চতা ১০-১৫ সেন্টিমিটার হলে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে।
advertisement
3/5
দুই সারির মাঝে সার দিয়ে কোদালের সাহায্যে মাটি কুপিয়ে গাছের গোড়ায় তুলে দিতে হবে। ১০-১২ দিন পরপর এভাবে গাছের গোড়ায় মাটি তুলে দিলে ফলন ভাল হয়।
advertisement
4/5
মড়ক লাগা জমিতে সেচ দেওয়া বন্ধ রাখতে হবে। তাছাড়া আলু ফসলে মালচিং, সেচ প্রয়োগ, আগাছা দমনের কাজগুলিও করতে হবে।
advertisement
5/5
গাছের বয়স ৯০ দিন হলে মাটির সমান করে গাছ কেটে ১০ দিন পর আলু তুলে ফেলতে হবে। আলু তোলার পর ভালো করে শুকিয়ে বাছাই করে সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
West Bardhaman News : আলু চাষ করলে এই ভুল মোটেও করবেন না! নয়তো ফসল যাবে জলে, মাথায় পড়বে হাত