ক্যাশে কত টাকা পর্যন্ত কিনতে পারবেন সোনা ? জেনে নিন নিয়ম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ক্যাশ দিয়ে সোনার কেনার উপরে কি কোনও লিমিট থাকে ?
advertisement
1/5

দীপাবলি, ধনতেরসে সোনার গয়না কেনার পরিকল্পনা রয়েছে ? তাহলে আয়কর বিভাগের এই নিয়ম জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ অনেকেই নগদ টাকা দিয়ে সোনা কিনে থাকেন ৷ তবে সোনার দাম যে হারে বেড়েছে তাতে সোনার কিছু কিনতে যাওয়া মানেই বেশ মোটা অঙ্কের টাকা লাগে ৷ সে ক্ষেত্রে অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে ক্যাশ দিয়ে কতটা সোনা কিনতে পারবেন ৷ ক্যাশ দিয়ে সোনার কেনার উপরে কি কোনও লিমিট থাকে ?
advertisement
2/5
উৎসবের মরশুমে সোনার চাহিদা অনেকটাই বেড়ে যায় ৷ এছাড়া বিনিয়োগের কথা উঠলে সবার আগে আসে সাবেকি সোনা-রুপোর প্রসঙ্গই। অনেকেই সোনার কয়েন, গোল্ড বন্ড কিনে থাকেন ৷
advertisement
3/5
আয়কর নিয়ম কী বলে ?
advertisement
4/5
সোনার কেনার সময় ক্যাশ দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনও নিয়ম নেই ৷ কিন্তু সোনা বিক্রির ক্ষেত্রে নিয়মটা বেশ স্পষ্ট ৷ আয়কর নিয়ম অনুযায়ী, সিঙ্গল লেনদেনের ক্ষেত্রে সোনা বিক্রেতার ক্যাশে ২ লক্ষ টাকার বেশি নেওয়া উচিত নয় ৷ আপনি সোনা কেনার সময় ক্যাশে টাকা দিতে চাইলেও বিক্রেতা ২ লক্ষ টাকার বেশি নিতে পারবেন না ৷
advertisement
5/5
২ লক্ষ টাকার বেশি ক্যাশে পেমেন্ট নিলে জুয়েলারকে জরিমানা দিতে হতে পারে ৷ এছাড়া ২ লক্ষ টাকার বেশি সোনার গয়না কিনলে দিতে হবে প্যান কার্ড বা আধার কার্ড ৷