চেকে লেনদেন করেন? আমূল বদলে যাচ্ছে নিয়ম, জানুন বিস্তারিত
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
৫০ হাজার টাকার বেশি চেকে লেনদেন করলেই আরও অন্য ভাবে যাচাই হবে।
advertisement
1/5

আকছার ঘটে চলেছে চেক জালিয়াতি। লেনদেনে আরও স্বচ্ছতা আনতে এবং এই জালিয়াতি রুখতে এবার পদক্ষেপ করল রিজার্ভ ব্যঙ্ক অফ ইন্ডিয়া। আগামী বছরের শুরু থেকে ৫০ হাজার টাকার বেশি চেকে তুললেই আরও অন্য ভাবে যাচাই হবে।
advertisement
2/5
আকছার ঘটে চলেছে চেক জালিয়াতি। লেনদেনে আরও স্বচ্ছতা আনতে এবং এই জালিয়াতি রুখতে এবার পদক্ষেপ করল রিজার্ভ ব্যঙ্ক অফ ইন্ডিয়া। আগামী বছরের শুরু থেকে ৫০ হাজার টাকার বেশি চেকে তুললেই আরও অন্য ভাবে যাচাই হবে।
advertisement
3/5
৫ লাখ টাকার বেশি লেনদেন আর বাধ্যতামূলক নয়। সন্দেহ হলে এমন লেনদেন আটকেই দিতে পারে কর্তৃপক্ষ।
advertisement
4/5
চেকে বেশ কয়েকটি তথ্য দিতে হবে এবার থেকে। যেমন যাকে টাকা দেওয়া হচ্ছে তার না, যিনি দিচ্ছেন তার নাম, চেকটি সাবমিশানের ডেট, কত টাকা হস্তান্তর হচ্ছে ইত্যাদি। এই তথ্য ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম, মোবাইল অ্যাপ বা এসএমএস-এর মাধ্যমে জানানো যেতে পারে।
advertisement
5/5
আরবিআই এও জানিয়েছে, চেক ভাঙানোর সময় কোনও গড়মিল ধরা পড়লে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি। ব্যাঙ্কগুলিকে এই বিষয়ে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাঙ্কগুলির শাখায় এই বিষয়ে বিবৃতি লিখিত ভাবে রাখতে হবে।