TRENDING:

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন প্যান কার্ড ! দেখে নিন কীভাবে আবেদন করবেন...

Last Updated:
নতুন পারম্যানেন্ট নম্বর (Premanent Account Number) মাত্র ১০ মিনিটে পিডিএফ ফরম্যাটে আবেদনকারীকে জারি করে দেওয়া হবে ৷
advertisement
1/5
মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন প্যান কার্ড ! দেখে নিন কীভাবে আবেদন করবেন...
এবার প্যান কার্ড তৈরির জন্য আর দু’পাতার ফর্ম ফিল আপ করতে হবে না ৷ আয়কর বিভাগ শীঘ্রই এবার বিশেষ একটি পরিষেবা নিয়ে হাজির হতে চলেছে ৷ এর মাধ্যমে করদাতাদের কাছে আধার কার্ড থাকলেই বিনামূল্যে প্যান কার্ড জারি করে দেওয়া হবে ৷ ইনস্ট্যান্ট e-Pan কার্ড আবেদন করার জন্য আধার কার্ড থাকা জরুরি ৷ এরপর রেজিষ্টার্ড মোবাইল নম্বরে ওটিপির সাহায্যে e-KYC প্রক্রিয়া পুরো করে নতুন প্যান কার্ড জারি করে দেওয়া হবে ৷
advertisement
2/5
নতুন পারম্যানেন্ট নম্বর (Premanent Account Number) মাত্র ১০ মিনিটে পিডিএফ ফরম্যাটে আবেদনকারীকে জারি করে দেওয়া হবে ৷ e-PAN ও এমনি প্যান কার্ডের মতোই ভ্যালিড হবে ৷ আপনি যদি ল্যামিনেটেড প্যান কার্ড চান তাহলে ৫০ টাকা খরচ করে প্রিন্ট কপি চাইতে পারেন ৷ দেখে নিন অনলাইনে কীভাবে প্যান কার্ডের জন্য আবেদন করবেন ?
advertisement
3/5
অনালাইন প্যান কার্ডের জন্য আবেদন করতে চাইে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের e-Filing পোর্টালে গিয়ে "Instant PAN through Aadhaar" সেকশনে গিয়ে বাঁদিকে "Quick Links" এ ক্লিক করতে হবে ৷ এই পেজেই "Get New PAN" অপশন রয়েছে ৷ সেখানে ক্লিক করে আপনার আধারনম্বর দিতে হবে এবং OTP জেনারেট করার জন্য ক্যাপচা কোড দিতে হবে ৷ এরপর রেজিষ্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি যার মাধ্যমে আপনি ভ্যালিডেট করতে পারবেন ৷
advertisement
4/5
এর পরের স্টেপে আধার ভ্যালিডেট করতে হবে ৷ প্যান কার্ডের আবেদনের জন্য E-mail ID ভ্যালিডেট করাও অত্যন্ত জরুরি ৷ UIDAI থেকে e-KYC ডেটা ভ্যালিডেট করার পর আপনার ইনস্ট্যান্ট প্যান জারি করে দেওয়া হবে ৷ সব মিলিয়ে সময় লাগবে মাত্র ১০ মিনিট ৷
advertisement
5/5
আগামী স্টেপে "Check Status/ Download PAN" ক্লিক করলেই পিডিএফ ফরম্যাটে প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন ৷ তবে এর মাধ্যমে কেবল তাদেরকেই প্যান নম্বর জারি করা হবে যাদের কাছে আগে থেকে প্যান কার্ড নেই ৷ এবং এই পদ্ধতির জন্য মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন প্যান কার্ড ! দেখে নিন কীভাবে আবেদন করবেন...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল