Changes in Rules: জানেন তো আজ থেকে বদলে যেতে চলেছে এই কয়েকটি নিয়ম!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
শুরু হয়ে গিয়েছে অগাস্ট মাস। আর তা শুরু হতে না হতেই আসতে চলেছে একগুচ্ছ পরিবর্তন। যার জেরে প্রভাব পড়তে পারে জনসাধারণের পকেটের উপর।
advertisement
1/10

শুরু হয়ে গিয়েছে অগাস্ট মাস। আর তা শুরু হতে না হতেই আসতে চলেছে একগুচ্ছ পরিবর্তন। যার জেরে প্রভাব পড়তে পারে জনসাধারণের পকেটের উপর। দেখে নেওয়া যাক সেই ৭টি পরিবর্তন কী কী।
advertisement
2/10
বিলম্বিত আইটিআরের জন্য জরিমানা দিতে হবে: আয়কর বিভাগের নির্দেশিকা অনুযায়ী, যেসব করদাতা গত ৩১ জুলাই, ২০২৩ তারিখের মধ্যে নিজেদের আয়কর রিটার্ন জমা দেননি, তাঁদের জরিমানা দিতে হবে।
advertisement
3/10
১৯৬১ সালের আয়কর আইনের ধারা ২৩৪এফ-এর অধীনে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। তবে ছোট করদাতাদের জরিমানা হিসেবে ১০০০ টাকা দিতে হবে।
advertisement
4/10
দুধের মূল্য বৃদ্ধি: কর্নাটকে বিক্রি হওয়া নন্দিনী দুধের দাম প্রতি লিটারে ৩ টাকা বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। ১ অগাস্ট, ২০২৩ তারিখ থেকে এই নিয়ম কার্যকর হবে।
advertisement
5/10
নন্দিনী আসলে কর্নাটক মিল্ক ফেডারেশনের (কেএমএফ) পণ্যের ব্র্যান্ডের নাম। এই মূল্য বৃদ্ধি সরাসরি গ্রাহকদের পকেটের উপর চাপ ফেলবে।
advertisement
6/10
গ্যাস সিলিন্ডারের দাম : ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য এবার থেকে দিতে হবে ১৬৮০ টাকা। এর আগে জুলাই মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১৭৮০ টাকা। অর্থাৎ একধাক্কায় ১০০ টাকা কমল দাম। তবে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
advertisement
7/10
SBI অমৃত কলস স্কিমের সময়সীমা:
advertisement
8/10
যাঁরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষ এফডি স্কিম অমৃত কলস-এ বিনিয়োগ করতে ইচ্ছুক, তাঁদের হাতে ১৫ অগাস্ট, ২০২৩ তারিখ পর্যন্ত সময় আছে। ৪০০ দিনের মেয়াদের এই এফডি স্কিমে যাঁরা বিনিয়োগ করেছেন, সেই নিয়মিত গ্রাহকরা ৭.১ শতাংশ হারে সুদ পান। যেখানে প্রবীণ নাগরিকদের ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
advertisement
9/10
আইডিবিআই ব্যাঙ্ক অমৃত মহোৎসব এফডি: আইডিবিআই ব্যাঙ্ক ৩৭৫ দিন এবং ৪৪৪ দিনের মেয়াদ-সহ অমৃত মহোৎসব এফডি চালাচ্ছে। ওই ব্যাঙ্ক ৩৭৫ দিনের অমৃত মহোৎসব এফডি-তে ৭.৬০ শতাংশ সুদের হার প্রদান করছে। যেখানে ৪৪৪ দিনের মেয়াদে বিনিয়োগের জন্য ৭.৬০ শতাংশ সুদের হার প্রদান করা হচ্ছে।
advertisement
10/10
ব্যাঙ্ক এই এফডি স্কিমটি গত ১৪ জুলাই থেকে কার্যকর করেছে এবং বিনিয়োগকারীরা আগামী ১৫ অগাস্ট পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।