LPG Price Cut: মাসের শুরুতেই বড় সুখবর ! কমল এলপিজি সিলিন্ডারের দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
LPG Price Cut: কমল বাণিজ্যিক গ্যাসের দাম দেখে নিন আপনার শহরে কত হল ৷ ২০২৫-২৬ সালের বাজেটে এলপিজি ভর্তুকির জন্য সরকার ১১১০০ কোটি টাকা বরাদ্দ করেছে ৷
advertisement
1/5

মাসের শুরুতেই এল সুখবর ৷ কমল বাণিজ্যিক গ্যাসের দাম ৷ দিল্লিতে কমার্শিয়াল সিলিন্ডারের দাম ১৫ টাকা কমেছে ৷ তবে বাড়ির রান্নার গ্যাসের দামে কোনও বদল করা হয়নি ৷ এপ্রিলে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১৭৬২ টাকা ৷ বৃহস্পতিবার ১ মে থেকে দাম কমে হয়েছে ১৭৪৭ টাকা ৷
advertisement
2/5
কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ১৮৫১ টাকা, মুম্বইয়ে ১৬৯৯ টাকা এবং চেন্নাইয়ে ১৯০৬ টাকা ৷
advertisement
3/5
দিল্লিতে বাড়ির রান্নার গ্যাসের দাম ৮৫৩ টাকা, মু্ম্বইয়ে ৮৭৯ টাকা, কলকাতায় ৮৭৯ টাকা এবং চেন্নাইয়ে ৮৬৮.৫০ টাকা ৷
advertisement
4/5
এর আগে বাড়ির রান্নার গ্যাসের দাম ৪ এপ্রিল আপডেট হয়েছিল ৷ সেই সময় সরকার ১৪.২ কিলোর রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়িয়ে দিয়েছিল ৷
advertisement
5/5
বর্তমানে দেশে ৩২.৯ কোটি এলপিজি কানেকশন রয়েছে ৷ এর মধ্যে ১০.৩৩ কোটি কানেকশন উজ্জ্বলা স্কিমের আওতায় পড়ে ৷ উজ্জ্বলা যোজনায় সরকার দরিদ্র পরিবারদের প্রতি সিলিন্ডারে ৩০০ টাকার সাবসিডি দিয়ে থাকে ৷ ২০২৫-২৬ সালের বাজেটে এলপিজি ভর্তুকির জন্য সরকার ১১১০০ কোটি টাকা বরাদ্দ করেছে ৷