TRENDING:

LPG Cylinder Rate: বাম্পার সুযোগ! ৬০৩ টাকায় মিলছে LPG সিলিন্ডার! আপনিও কী করে পাবেন এত সস্তা? সঠিক নিয়ম জানুন আজই

Last Updated:
LPG Cylinder Rate: মাত্র ৬০৩ টাকায় মিলছে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার! আপনার জন্যও কি আসছে সুখবর? জানেন কোথায় এবং কারা পাচ্ছেন এত সস্তায় রান্নার গ্যাস। জেনে নিন আজ এই প্রতিবেদনে।
advertisement
1/8
বাম্পার সুযোগ! ৬০৩ টাকায় মিলছে LPG সিলিন্ডার! আপনিও কী করে পাবেন এত সস্তা?
এক ধাক্কায় ৩০০ টাকা কম। মাত্র ৬০৩ টাকায় মিলছে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার! আপনার জন্যও কি আসছে সুখবর? জানেন কোথায় এবং কারা পাচ্ছেন এত সস্তায় রান্নার গ্যাস। জেনে নিন আজ এই প্রতিবেদনে।
advertisement
2/8
রান্নার গ্যাস তিনশো টাকা সস্তা পাবেন উজ্জ্বলা প্রকল্পের আওতাধীন সুবিধাভোগীরা। এই সুবিধা পাওয়ার পিছনে রয়েছে একটি বিশেষ শর্ত। আর সেই শর্তপূরণ করলে তবেই ৬০৩ টাকায় ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার মিলবে। আপনিও কি পেতে পারেন এই সুবিধা? জানুন নিয়ম।
advertisement
3/8
দেশের বিভিন্ন শহরে ভর্তুকিহীন রান্নার গ্যাস (১৪.২ কেজি) সিলিন্ডারের দাম কত পড়ছে? এমনিতে আপাতত কলকাতায় প্রতিটি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৯২৯ টাকা। দিল্লিতে প্রতিটি সিলিন্ডার ৯০৩ টাকায় বিকোচ্ছে। মুম্বইয়ে দাম পড়ছে ৯০২.৫ টাকা। চেন্নাইয়ে প্রতিটি সিলিন্ডার কিনতে ৯১৮.৫ টাকা খরচ হবে।
advertisement
4/8
তাহলে কারা ৬২৯ টাকায় রান্নার গ্যাস পাবেন? কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, যাঁরা উজ্জ্বলা যোজনার আওতায় আছেন, তাঁরা ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য থেকে ৩০০ টাকা কমে রান্নার গ্যাস পাবেন।
advertisement
5/8
বস্তুত উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এবার মোদি সরকারের কাছ থেকে পেয়েছে আরও বড় উপহার। সরকার বুধবার উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সিলিন্ডার প্রতি ভর্তুকি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার ঘোষণা দিয়েছে।
advertisement
6/8
উজ্জ্বলা সুবিধাভোগীরা বর্তমানে একটি ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের জন্য ৭০৩ টাকা প্রদান করে, যেখানে এর বাজার মূল্য ৯০৩ টাকা। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের পরে, তারা ৬০৩ টাকায় সিলিন্ডার পাবেন।
advertisement
7/8
দেশের বিভিন্ন শহরে ভর্তুকিহীন রান্নার গ্যাস (১৪.২ কেজি) সিলিন্ডারের দাম কত পড়ছে? এমনিতে আপাতত কলকাতায় প্রতিটি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ৯২৯ টাকা।
advertisement
8/8
দিল্লিতে প্রতিটি সিলিন্ডার ৯০৩ টাকায় বিকোচ্ছে। মুম্বইয়ে দাম পড়ছে ৯০২.৫ টাকা। চেন্নাইয়ে প্রতিটি সিলিন্ডার কিনতে ৯১৮.৫ টাকা খরচ হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LPG Cylinder Rate: বাম্পার সুযোগ! ৬০৩ টাকায় মিলছে LPG সিলিন্ডার! আপনিও কী করে পাবেন এত সস্তা? সঠিক নিয়ম জানুন আজই
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল