LPG Cylinder Booking : গ্যাস সিলিন্ডার বুকিংয়ে ব্যাপক অফার! ১০০০ টাকা অবধি ক্যাশব্যাক পেতে পারেন
- Published by:Debalina Datta
Last Updated:
প্রথমে Paytm অ্যাপ খুলুন, এরপরে কিছুটা নীচে স্ক্রল করে আপনি Book gas Cylinder অপশন পাবেন৷ এখানে ট্যাপ করেন৷
advertisement
1/8

#কলকাতা: রান্না ঘরের গ্যাস সিলিন্ডার নানা ভাবে বুকিং (LPG Cylinder Booking) করতে হয়৷ তার বিষয়ে নিশ্চিতভাবে গ্রাহকরা জানেন৷ আপনি অয়েল কোম্পানি কাস্টমার কেয়ার নম্বরে কল করে এলপিজি সিলিন্ডার বুক করতে পারেন৷ অনলাইনেও এই কাজ করতে পারেন৷ পেটিএমের মাধ্যমেও গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন৷
advertisement
2/8
পেটিএমে সিলিন্ডার বুক করতে পারলে আপনার বড় ফায়দা হতে পারে৷ বর্তমানে পেটিএমে গ্যাস বুকিং-এ শানদার (Paytm LPG Offers) অফার চলছে৷ এইভাবে রান্নার গ্যাস বুকিংয়ে আপনি ১০০০ টাকা অবধি ক্যাশব্যাকও (Cashback) পেতে পারেন৷
advertisement
3/8
বর্তমানে পেটিএমে এই গ্যাস সিলিন্ডারে বুক করার পর ৪ ক্যাশব্যাক অফার চলছে৷ এই অফারের ৫ টাকা থেকে ১০০০ টাকা অবধি ক্যাশব্যাক অবধি দেওয়া হচ্ছে৷ প্রথমে ক্যাশব্যাক অফারে প্রোমোকোড GAS1000৷ এই প্রোমোকোড ব্যবহার করে ৫ টাকা থেকে ১০০০ টাকা ক্যাশব্যাক অবধি পেতে পারেন৷ এইভাবে প্রোমো কোড দিয়ে FREEGAS অফারের সাহায্যে ১০০০ টাকা অবধি ক্যাশব্যাক পেয়ে ফ্রি অবধি পেয়ে যেতে পারেন৷
advertisement
4/8
গ্যাস সিলিন্ডার বুক করার পর প্রত্যেক ৫০০ তম গ্রাহককে দেওয়া হয়েছে৷ এইউ ক্রেডিট কার্ডে সিলিন্ডার পেমেন্ট করার পর পেটিএমে ৫০ টাকা অবধি ছাড় পেতে পারেন৷ এই অফারের প্রোমোকোড AUCC50 রয়েছে৷
advertisement
5/8
এই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে পেটিএম গ্যাস সিলিন্ডারে পেমেন্ট করার পর ৩০ টাকা ছাড় পেতে পারে৷ এই বুকিং করার জন্য তাদের প্রোমোকোড GASYESCC দিতে হবে৷
advertisement
6/8
প্রথমে Paytm অ্যাপ খুলুন, এরপরে কিছুটা নীচে স্ক্রল করে আপনি Book gas Cylinder অপশন পাবেন৷ এখানে ট্যাপ করেন৷ কারণ গ্যাস সিলিন্ডার প্রোভাইডর সিলিন্ডার সিলেক্ট করতে হবে৷ এরপর Bharatgas, HP Gas, Indane শামিল হতে হবে৷
advertisement
7/8
এরপর নিজের এলপিজি আইডি রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে৷ ফের নীচে দেওয়া Proceed- এ ট্যাপ করতে হবে৷ এবার যে পেজ আসবে তার নীচের দিকে Apply Promocode লিখে তাতে ক্লিক করতে হবে৷
advertisement
8/8
এইখানে চারটে অফার থাকবে৷ আপনি যে অফারের লাভ ওঠাতে চান তার প্রোমোকোড দেবেন৷ প্রোমোকোড দেওয়ার পর আপনাকে পেমেন্ট করতে হবে যখন আপনি পেমেন্ট করে দেবেন তারপরে আপনি ক্যাশব্যাক অফার পাবেন৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LPG Cylinder Booking : গ্যাস সিলিন্ডার বুকিংয়ে ব্যাপক অফার! ১০০০ টাকা অবধি ক্যাশব্যাক পেতে পারেন