TRENDING:

Low Investment Business Ideas: প্রায় কোনও টাকা ছাড়াই কচুরিপানা দিয়ে শুরু করুন এই ব্যবসা, মাসের শেষে হাতে আসবে লাখ লাখ টাকা! অল্প সময়ে হবেন লাভবান!

Last Updated:
Low Investment Business Ideas: পুকুরের অবহেলিত কচুরিপানা এখন কোটি টাকার ব্যবসা! জৈব সার, জৈব জ্বালানি এবং ফাইবার ব্যাগের মতো বাণিজ্যিক উপকরণ তৈরিতে এর ব্যবহার বাড়ছে
advertisement
1/5
প্রায় কোনও টাকা ছাড়াই কচুরিপানা দিয়ে শুরু করুন এই ব্যবসা, মাসের শেষে হাতে আসবে লাখ টাকা
জলাশয় এবং পুকুরে জন্মানো আগাছা এই উদ্ভিদকে অবহেলা করে থাকেন অনেকে। তবে এর সঠিক ব্যবহার জানলে অর্থ উপার্জন করা যায় সহজে। এই উদ্ভিদ কে সাধারণত বাংলায় বলা হয় কচুরিপানা। মূলত জলাশয় এবং পুকুরে বংশবিস্তার করে থাকে এই কচুরিপানা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
এই কচুরিপানা থেকে তৈরি করা হয়ে থাকে একাধিক বাণিজ্যিক উপকরণ। মূলত কেঁচো সার বা জৈব সার তৈরির ক্ষেত্রে এর অন্যতম ভূমিকা দেখা দেয়। এই উদ্ভিদের পাতা এবং কাণ্ড দিয়ে কেঁচো সার প্রক্রিয়াকরণ করা হয়ে থাকে।
advertisement
3/5
ইতিমধ্যে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিদ্যা বিভাগের উদ্যোগে ভার্মি কম্পোস্ট ইউনিটে কচুরিপানার ব্যবহার করে কেঁচো সার অর্থাৎ জৈব সার তৈরি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রধান বিবেকানন্দ মণ্ডল জানান, "কচুরিপানার ব্যবহার বর্তমানে অনেক ক্ষেত্রেই বেড়েছে। এই কচুরিপানা থেকে শুধু জৈব সার নয় জৈব জ্বালানি তৈরির ক্ষেত্রেও ব্যবহার বেড়েছে।"
advertisement
4/5
পাশাপাশি তন্তুজ শিল্পেও এই কচুরিপানার ব্যবহার দেখা দিচ্ছে। যেমন ফাইবারের ক্যারি ব্যাগ, কাপড় ইত্যাদি তৈরির ক্ষেত্রে এর ব্যবহার উল্লেখযোগ্য। শুধু তাই নয় এই কচুরিপানা জীব বৈচিত্র্য কে রক্ষা করে এবং পুকুর বা জলাশয় কে পরিষ্কার এবং জলকে পরিশ্রুত রাখতে অনেকটাই সাহায্যকারী হয়।
advertisement
5/5
অবহেলিত এই উদ্ভিদের জৈবিক পদ্ধতির ব্যবহার আজও অজানা অনেকের কাছে। তবে বর্তমান জৈব প্রযুক্তির যুগে এই কচুরিপানা বাণিজ্যিকভাবে কার্যকরী হয়ে উঠছে শিল্পক্ষেত্রে। কচুরিপানার ব্যবহারের এমন বিকল্প পদ্ধতি আগামীতে বাণিজ্যিকভাবে উৎপাদনে আগ্রহ বাড়াবে চাষ ক্ষেত্রেও বলে অভিমত উদ্ভিদ বিদদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Low Investment Business Ideas: প্রায় কোনও টাকা ছাড়াই কচুরিপানা দিয়ে শুরু করুন এই ব্যবসা, মাসের শেষে হাতে আসবে লাখ লাখ টাকা! অল্প সময়ে হবেন লাভবান!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল