TRENDING:

Low Interest Loan: টাকার দরকার? ক্রেডিট স্কোর ভাল না থাকায় লোন মিলছে না? গোল্ড লোন হতে পারে আপনার ত্রাণকর্তা, রইল বিস্তারিত

Last Updated:
Low Interest Loan: গোল্ড লোন সিকিওর্ড লোন। এর অর্থ গ্রাহক সোনার গয়না ব্যাঙ্ক বা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক রেখে লোন নিতে পারেন। লোনের পরিমাণ নির্ধারিত হয় সোনার ওজন, বিশুদ্ধতা এবং সেই সময়কার বাজারমূল্যের উপর ভিত্তি করে।
advertisement
1/6
টাকার দরকার? ক্রেডিট স্কোর ভাল না থাকায় লোন মিলছে না? গোল্ড লোন হতে পারে আপনার ত্রাণকর্তা
লকারে রাখা সোনার গয়না শুধু অলঙ্কার নয়, জরুরি প্রয়োজনে রক্ষাকবচও। আর্থিক সংকট কিংবা হঠাৎ টাকার দরকার পড়লে এই গয়না বন্ধক রেখে ঋণ নেওয়া যায়। এর পোশাকি নাম গোল্ড লোন। লোনের পুরো টাকা সুদ-সহ ফেরত দিলে হাতে আসবে গয়না।
advertisement
2/6
গোল্ড লোন সিকিওর্ড লোন। এর অর্থ গ্রাহক সোনার গয়না ব্যাঙ্ক বা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক রেখে লোন নিতে পারেন। লোনের পরিমাণ নির্ধারিত হয় সোনার ওজন, বিশুদ্ধতা এবং সেই সময়কার বাজারমূল্যের উপর ভিত্তি করে।
advertisement
3/6
গোল্ড লোন নেওয়াও সহজ। ব্যাঙ্ক বা অনুমোদিত সংস্থার কাছে গিয়ে সোনার গয়না জমা দিতে হবে। তারা প্রথমে সোনার বিশুদ্ধতা ও ওজন যাচাই করবে। যাচাইয়ের পর ঠিক করবে কত টাকা লোন দেওয়া হবে। লোনের পরিমাণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। চাইলে কেউ হাতে নগদও নিতে পারেন।
advertisement
4/6
দিনদিন গোল্ড লোনের জনপ্রিয়তা বাড়ছে। এর পেছনে একাধিক যুক্তিযুক্ত কারণ রয়েছে যা একে অন্যান্য লোনের তুলনায় অনেকটাই সুবিধাজনক করে তোলে। গোল্ড লোন সুরক্ষিত লোন, কারণ এখানে সোনা বন্ধক রাখা হয়। ফলে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান সোনার মূল্য নির্ধারণ করে খুব দ্রুত এবং সহজে লোন মঞ্জুর করে।
advertisement
5/6
সবচেয়ে বড় কথা হল, এখানে ক্রেডিট স্কোরের কোনও প্রভাব পড়ে না। অর্থাৎ কারও ক্রেডিট রিপোর্ট দুর্বল হলেও গোল্ড লোন পেতে কোনও অসুবিধা হবে না। অনেকের কাছেই এটা স্বস্তির বিষয়। পার্সোনাল লোনের তুলনায়, গোল্ড লোনে সুদের হার অনেক কম। ফলে অনেক টাকাও বেঁচে যায়। প্রতি মাসে ইএমআই বা মেয়াদ শেষে এককালীন পরিশোধের সুবিধাও রয়েছে। গ্রাহক তাঁর সুবিধামতো বেছে নিতে পারেন।
advertisement
6/6
গোল্ড লোনের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্ধারিত কিছু নিয়ম রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল Loan-to-Value Ratio (LTV)। এই অনুপাতে নির্ধারিত হয় গ্রাহক কত টাকা লোন পেতে পারেন। বর্তমানে RBI-এর নিয়ম অনুযায়ী, ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি সোনার বর্তমান বাজারমূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত লোন হিসেবে দেয়। অর্থাৎ যদি আপনার সোনার বাজারমূল্য ১ লাখ টাকা হয়, তাহলে এর উপর ৭৫ হাজার টাকা পর্যন্ত লোন হিসেবে পাওয়া যেতে পারে। তবে যে কোনও লোন নেওয়ার আগে, তার সমস্ত শর্ত, সুদের হার ও অতিরিক্ত খরচ ভালভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এমনটাই বলেন বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Low Interest Loan: টাকার দরকার? ক্রেডিট স্কোর ভাল না থাকায় লোন মিলছে না? গোল্ড লোন হতে পারে আপনার ত্রাণকর্তা, রইল বিস্তারিত
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল