TRENDING:

North 24 Parganas News: হুবহু লিচুর মতো, কিন্তু লিচু নয়, ক্যানসারের 'ব্রহ্মাস্ত্র' সস্তার ফল, একবার লাগালেই ১২ মাসই মোটা টাকা আয়

Last Updated:
North 24 Parganas News: বছরের নির্দিষ্ট সময়েই লিচুর দেখা মেলে। সেই স্বাদকে সারাবছর ধরে রাখতে অনেকেই আশফল বা লংগান বেছে নেন। তবে এবার লংগান মিলবে বারো মাসই। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বসুন্ধরা, সাহানুর, প্রভাতি সহ বেশ কিছু নার্সারিতে পরীক্ষামূলকভাবে শুরু করেছেন লংগানের বারোমাসি চাষ।
advertisement
1/6
হুবহু লিচুর মতো, কিন্তু লিচু নয়, ক্যানসারের 'ব্রহ্মাস্ত্র' সস্তার ফল, এবার ১২ মাসই মিলবে
বছরের নির্দিষ্ট সময়েই লিচুর দেখা মেলে। সেই স্বাদকে সারাবছর ধরে রাখতে অনেকেই আশফল বা লংগান বেছে নেন। তবে এবার লংগান মিলবে বারো মাসই। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বসুন্ধরা, সাহানুর, প্রভাতি-সহ বেশ কিছু নার্সারিতে পরীক্ষামূলকভাবে শুরু করেছেন লংগানের বারোমাসি চাষ। পাশাপাশি গাছের ডাল থেকে কলম তৈরি করে বিক্রিও করছেন তিনি।
advertisement
2/6
আকারে লিচুর তুলনায় ছোট হলেও লংগানের খোসা ছাড়ালে পাওয়া যায় রসালো শাঁস, ভিতরে ছোট কালো দানা—দেখতেও স্বাদেও লিচুর মতো। লিচুর তুলনায় পোকা বা রোগের আক্রমণও কম হয় এই ফলে, ফলে দীর্ঘদিন ভাল থাকে। চাষ করতেও তেমন বাড়তি পরিচর্যার প্রয়োজন হয় না। চারা লাগিয়েই অনায়াসে বেড়ে ওঠে গাছ। সার-সেচও খুব বেশি লাগে না। ফলটি ভিটামিন–সমৃদ্ধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এমনকি ক্যানসার প্রতিরোধী গুণও রয়েছে বলে দাবি চাষিদের।
advertisement
3/6
চীন, থাইল্যান্ড ও মায়ানমারে মূলত উৎপত্তি হলেও এখন থাই জাতের লংগান ধরছে বসিরহাটের একাধিক নার্সারির গাছে গাছে। প্রতিটি ডালের মাথায় থোকায় থোকায় ঝুলছে ফল। আকারে ছোট হওয়ায় এটি ছাদবাগানেও সহজেই চাষ করা যায়। বাজারে এই ফলের চাহিদা ইতিমধ্যেই বাড়ছে। ভবিষ্যতে বাণিজ্যিক চাষের সম্ভাবনাও উজ্জ্বল বলে মনে করছেন কৃষি–মহল।
advertisement
4/6
বাজারে লিচুর যখন জোগান মেলানা ফলের বাজারে দেখা মিলবে আঁশফলের। কাঠ লিচু নামেও পরিচিত এই ফলটির গাছ, পাতা ও স্বাদ—সবেতেই লিচুর সঙ্গে মিল রয়েছে। শুধু স্বাদ নয়, আঁশফলের রয়েছে নানা ঔষধি গুণ। ওষুধ প্রস্তুতিতেও ব্যবহৃত হয় এই ফল। ফলে ভোক্তাদের আগ্রহও বাড়ছে প্রতি বছরই।
advertisement
5/6
থাইল্যান্ডের বিশেষ জাত ‘ফোর সিজন লংগান’ বা ‘অল টাইম লংগান’ দেশের বাজারে আলাদা জায়গা করে নিচ্ছে। ২.৬–৩ সেমি ব্যাসের এই ফলের বীজ ছোট হওয়ায় শাঁস বেশি এবং স্বাদও উন্নত।
advertisement
6/6
এছাড়া রুবি লংগানও জনপ্রিয় হয়ে উঠছে। টকটকে লাল ফল, রসালো গঠন ও মিষ্টতার জন্য ক্রেতাদের কাছে আকর্ষণীয় এই জাতটি ছাদবাগানেও ভাল ফলন দেয়। পাতার লাল রং দেখে সহজেই চেনা যায় রুবি লংগান। লিচু গোত্রের হলেও স্বাদের দিক দিয়ে অনেকসময় লিচুকেও পেছনে ফেলে দেয় এই বিশেষ জাত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
North 24 Parganas News: হুবহু লিচুর মতো, কিন্তু লিচু নয়, ক্যানসারের 'ব্রহ্মাস্ত্র' সস্তার ফল, একবার লাগালেই ১২ মাসই মোটা টাকা আয়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল