Loan: মাসে ১১১ টাকা দিয়ে ঘরে বসে পাওয়া যাবে ১৫,০০০ টাকা ! জেনে নিন কী করতে হবে
- Reported by:Trending Desk
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Loan: গুগলের এই নতুন অফারে, ছোট ব্যবসায়ীরা সহজেই ১৫,০০০ টাকা ঋণ নিতে পারবেন। বিশেষ বিষয় হল তাঁদের কোনও ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হবে না।
advertisement
1/10

*বিশ্বের শীর্ষস্থানীয় জনপ্রিয় টেক কোম্পানি গুগল সর্বদা তাদের ইউজারদের অনন্য পরিষেবা দেওয়ার চেষ্টা করে। এরই ধারাবাহিকতা বজায় রাখতে গুগলের পেমেন্ট অ্যাপ 'Google Pay' সাধারণ মানুষের ক্ষুদ্র চাহিদা মেটাতে স্যাশে লোন চালু করেছে। সংগৃহীত ছবি।
advertisement
2/10
*গুগলের এই নতুন অফারে, ছোট ব্যবসায়ীরা সহজেই ১৫,০০০ টাকা ঋণ নিতে পারবেন। বিশেষ বিষয় হল এর জন্য তাঁদের কোনও ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হবে না। গুগল এই ১৫,০০০ টাকার ছোট ঋণের নাম দিয়েছে Sachet Loan। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*ভারতে উৎসবের মরশুমে গুগলের এই প্রয়াস উপকৃত করবে অসংখ্য মানুষকে। এর মাধ্যমে ঘরে বসেই খুব সহজে লোনের টাকা পাওয়া যাবে। খুব কম পরিমাণে মাসিক কিস্তিতে সেই লোনের টাকা পরিশোধ করার ব্যবস্থা রাখা হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*সাধারণ নাগরিকের কথা মাথায় রেখে জনপ্রিয় টেক জায়ান্ট কোম্পানি গুগল চালু করেছে এই স্যাশে লোন। এক নজরে দেখে নেওয়া যাক গুগলের এই স্যাশে লোনের সমস্ত খুঁটিনাটি। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*স্যাশে লোন: স্যাশে লোন হল এক ধরনের ছোট এবং পূর্ব-অনুমোদিত লোন। সময়কাল ৭ দিন থেকে ১২ মাস পর্যন্ত। গুগল এক্স মিডিয়া হ্যান্ডেলে এই তথ্য দিয়েছে। গুগল জানিয়েছে যে, "আমরা প্রায়শই দেখেছি যে ছোট ব্যবসায়ীরা প্রায়শই ছোট অঙ্কের এবং সহজ পরিশোধের বিকল্পগুলির সঙ্গে লোন নিতে চান। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*প্রয়োজন মেটাতে, Google Pay @DMIFinance-এর সঙ্গে Sachet Loan চালু করছে। এতে ১৫,০০০ টাকার লোন পাওয়া যাবে এবং এটি ১১১ টাকার সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে।" সংগৃহীত ছবি।
advertisement
7/10
*গুগলের এই সুবিধাটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য খুবই উপকারী হবে, যাঁরা দৈনন্দিন ব্যবসা করতে চান এবং প্রতিদিনের ভিত্তিতে লোনের টাকা পরিশোধ করতে চান। লোন দেওয়ার জন্য গুগল ৪টি ব্যাঙ্ক অর্থাৎ ICICI, Kotak Mahindra, Federal এবং HDFC ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করেছে। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*লোন পাওয়ার উপায়: গুগল শুধু টায়ার ২ শহরে এই লনণ পরিষেবা চালু করেছে। এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে এই লোনের সুবিধা পাওয়া যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*প্রথমেই Google Pay for Business অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ওপেন করতে হবে। এরপর লোন সেকশনে যেতে হবে এবং অফার ট্যাবে ক্লিক করতে হবে। লোনের পরিমাণ লিখতে এগিয়ে যেতে হবে। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*এরপর ইউজারদের ল্যান্ডিং পার্টনারের সাইটে পুনঃনির্দেশিত করা হবে। এখানে কেওয়াইসি সহ কিছু সহজ পদক্ষেপগুলি সম্পন্ন করার পরে লোন পাওয়া যাবে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Loan: মাসে ১১১ টাকা দিয়ে ঘরে বসে পাওয়া যাবে ১৫,০০০ টাকা ! জেনে নিন কী করতে হবে