TRENDING:

জেনে নিন কীভাবে লাইফ ইনস্যুরেন্স পলিসি ব্যবহার করে লোন পেতে পারেন ! সুদ অনেক কম

Last Updated:
advertisement
1/9
জেনে নিন কীভাবে লাইফ ইনস্যুরেন্স পলিসি ব্যবহার করে লোন পেতে পারেন ! সুদ অনেক কম
দিন রাত মোবাইলে ফোন আসছে ... 'পার্সোনাল লোন চাই? দু’দিনেই পেয়ে যাবেন!"— কিন্তু এই ধরনের লোভনীয় প্রস্তাবে রাজি হওয়ার আগে মাথায় রাখুন, পার্সোনাল লোন-এর ইন্টারেস্ট আকাশছোঁয়া ! তা হলে? ভাবছেন কোথা থেকে লোন নেবেন? জানেন কি, আপনি জীবন বিমা পলিসি বা লাইফ ইনস্যুরেন্স পলিসি ব্যবহার করেও লোন পেতে পারেন ! জেনে নিন কীভাবে-- Photo Source: Collected
advertisement
2/9
জীবন বিমা কেনার প্রথম উদ্দেশ্য হল , যদি আপনার অকালে মৃত্যু হয় সেক্ষেত্রে যাতে আপনার পরিবারকে কোনওরকম আর্থিক অসুবিধার মুখোমুখি হতে না হয়। কিন্তু জীবন বিমা আজকাল বহুমুখী। পলিসি নেওয়া থাকলে বিমা ব্যবহার করে ঋণের সুবিধা পেতে পারেন। পার্সোনাল লোনের তুলনায় সুদের হার অনেকটাই কম । বিমার মূল্য ও কমে যায় না। Photo Source: Collected
advertisement
3/9
জীবন বিমা ব্যবহার করে ঋণ নেওয়ার আগে প্রথমেই জানতে হবে আপনার বিমা ব্যবহার করে ঋণ নেওয়া যাবে কি না। আপনার বিমা কাগজ খুলে দেখুন, লোন শব্দটি উল্লেখ করা আছে কি না ! আছে কি না। সব জীবন বিমা ব্যবহার করে ঋণ নেওয়া যায় না। 'মানিব্যাক' পলিসি, 'হোল লাইফ' পলিসি বা 'এনডাওমেন্ট' পলিসির ক্ষেত্রে সাধারণত লোন পাওয়া যায়। Photo Source: Collected
advertisement
4/9
টার্ম ইন্সিওরেন্স পলিসির ক্ষেত্রে আপনি বেঁচে গেলে কোনও টাকা বিমা কোম্পানি দেয় না, তাই এর থেকে ঋণ নেওয়াও যায় না। আপনি যদি গত তিন বছরে পলিসি প্রিমিয়াম ঠিক সময়ে দিয়ে থাকেন, তা হলে ঋণ নিতে অসুবিধা নেই। Photo Source: Collected
advertisement
5/9
জীবন বিমা ব্যবহার করে ঋণ নিলে, আপনিই হলেন 'সম্পদ'। যেমন গাড়ির লোন নিলে সেক্ষেত্রে গাড়ি সম্পদ বা 'অ্যাসেট'। বাড়ির লোন নিলে বাড়ি হল সম্পদ। কিন্তু জীবন বিমা ব্যবহার করে লোন নিলে শেষমেশ আপনিই সম্পদ। Photo Source: Collected
advertisement
6/9
অন্য কোনও ঋণ নিলে অনেক অনুসন্ধান বা একটি কঠোর অনুমোদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। জীবন বিমা ব্যবহার করে লোন এই সব ঝামেলা নেই! তবে, আপনার মাইনে কত বা চাকরির অবস্থা কেমন তা দেখা হতে পারে। বিমা ব্যবহার করে ঋণ নিলেও, ফেরত দিতে পারবেন কি না এই ব্যাপারে সবাই জানতে চাইবে। Photo Source: Collected
advertisement
7/9
জীবন বিমা ব্যবহার করে ঋণ নিলে লাইফ ইন্সিওরেন্স কোম্পানি আপনাকে জানিয়ে দেবে কত টাকা ঋণ নিতে পারবেন। সাধারণত দেখা যায়, বিমা দিয়ে লোন নিলে 'সারেন্ডার ভ্যালু'-র ৮০-৮৫% অংশ লোন দেওয়া হয়। যদি পলিসিতে ২ লাখ টাকা 'সারেন্ডার ভ্যালু' হয়, তাহলে এক লক্ষ ৬০ হাজার থেকে এক লক্ষ ৭০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। Photo Source: Collected
advertisement
8/9
মনে রাখবেন লোন পরিমাণ নির্ভর করছে লোন সংস্থার উপর। একবার ঋণের পরিমাণ নির্ধারণ করার পর, পলিসির সমস্ত অধিকার ঋণদাতার কাছে হস্তান্তর করা হয়। উপরন্তু, যেহেতু ঋণের পরিমাণ আয়কর কর্তৃপক্ষ আয় হিসাবে দেখে না, এটি করযোগ্য নয়। Photo Source: Collected
advertisement
9/9
বিমা ব্যবহার করে লোন নিলে সুদের হার নির্ভর করে পলিসি কত পুরনো তার উপর। যত পুরনো পলিসি, প্রিমিয়াম তত বার দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায়, যে ব্যাঙ্ক বিমার বিরুদ্ধে আপনাকে ঋণ দিচ্ছে, সেই ব্যাঙ্ক কর্মীরা সুদের হার বেশি লাগান। এলআইসি বা লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অনেক কম টাকা সুদ নেয়। লোন দেওয়া হয় নুন্যতম ৬ মাসের জন্যে। মনে রাখবেন যে একটি জীবন বিমা পলিসির বিরুদ্ধে ঋণ গ্রহণের পরে, পলিসি ধারকদের কিন্তু প্রিমিয়াম দিয়েই যেতে হবে। নইলে, কিছু সংস্থা পলিসিটি বাতিল করতে পারে। Photo Source: Collected
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
জেনে নিন কীভাবে লাইফ ইনস্যুরেন্স পলিসি ব্যবহার করে লোন পেতে পারেন ! সুদ অনেক কম
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল