Highest Paid Jobs: এই ১০ চাকরিতে পাওয়া যায় সবচেয়ে বেশি বেতন! দেখে নিন তালিকা!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এই মুহূর্তে ভারতে সব থেকে বেশি বেতনের যে সব চাকরি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক তার তালিকা।
advertisement
1/10

এক সময় মাধ্যমিক স্তরে প্রবন্ধ রচনার জনপ্রিয় বিষয় ছিল ‘তোমার জীবনের লক্ষ্য’। এই লক্ষ্য বেশিরভাগ ক্ষেত্রেই পেশাগত। কারণ বেঁচে থাকতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন অর্থের। উপার্জনই শেষ কথা।
advertisement
2/10
কোন পেশায় কত বেতন পাওয়া যেতে পারে এবং সে জন্য কী যোগ্যতার প্রয়োজন, তা আগে থেকে জেনে রাখলে পড়াশোনা সেই ভাবে এগোনো যেতে পারে। এই মুহূর্তে ভারতে সব থেকে বেশি বেতনের যে সব চাকরি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক তার তালিকা।
advertisement
3/10
১. সরকারি আধিকারিক (ক্লাস ১ বা গ্রুপ এ): বেতন— আনুমানিক ৫৬,১০০ থেকে ২.৫ লক্ষ টাকা মাসিক। যোগ্যতা— স্নাতক। তারপর সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন UPSC, CSE, NDA, CDSE, GATE) উত্তীর্ণ হতে হবে।
advertisement
4/10
২. চিকিৎসক (সাধারণ, বিশেষজ্ঞ, শল্যচিকিৎসক): বেতন— আনুমানিক ৮০,০০০ থেকে ১.৭ লক্ষ টাকা মাসিক। যোগ্যতা— স্কুলের (১০+২) পর মেডিক্যাল পড়াশোনা (MBBS বা MD)
advertisement
5/10
৩. পেশাদার বিমানচালক: বেতন— আনুমানিক এক থেকে দেড় লক্ষ টাকা মাসিক। যোগ্যতা— স্কুলের (১০+২) পর বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। যেমন ২০০ ঘণ্টা বিমান ওড়ানোর প্রশিক্ষণ-সহ ৪০ ঘণ্টা সিমুলেটর প্রশিক্ষণ। DGCA থেকে CPL শিক্ষা পেতে হবে। অথবা, বিই, বি.টেক অ্যাভিয়েশন, অ্যারোনটিকস। এর সঙ্গে ২০০ ঘণ্টা বিমান ওড়ানোর প্রশিক্ষণ-সহ ৪০ ঘণ্টা সিমুলেটর প্রশিক্ষণ।
advertisement
6/10
৪. মার্চেন্ট নেভি অফিসার: বেতন— আনুমানিক দেড় থেকে আড়াই লক্ষ টাকা মাসিক। যোগ্যতা— স্কুলের (১০+২) পর বি.এসসি, নটিক্যাল সায়েন্স বা বিই বা বি.টেক মেরিন ইঞ্জিনিয়ারিং ; পরীক্ষা- IMU CET
advertisement
7/10
৫. ডেটা সায়েন্টিস্ট, এআই/এমএল এক্সপার্ট: বেতন— আনুমানিক ৮০,০০০ থেকে ১.৫ লক্ষ টাকা মাসিক। যোগ্যতা— ১০+২ গণিত বা কম্পিউটার সায়েন্স-সহ যে কোনও স্ট্রিম। স্নাতকোত্তর বা ডেটা সায়েন্স সার্টিফিকেশন বা এআই/এমএল।
advertisement
8/10
৬. ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার: বেতন— আনুমানিক ৯০,০০০ থেকে ২ লক্ষ টাকা মাসিক। যোগ্যতা— ১০+২ গণিত, অর্থনীতি অ্যাকাউন্টস-সহ যে কোনও স্ট্রিম। তারপর এমবিএ ফিনান্স, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস বা সিএফএ সার্টিফিকেশন প্রয়োজন।
advertisement
9/10
৭. বিজনেস অ্যানালিস্ট: বেতন— আনুমানিক ৭০,০০০ থেকে ১ লক্ষ টাকা মাসিক। যোগ্যতা— ১০+২ গণিত, অর্থনীতি, রাশিবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স-সহ। স্নাতকোত্তর বা বিজনেস অ্যানালিস্ট সার্টিফিকেশন বা ডেটা অ্যানালিস্ট।
advertisement
10/10
৮. কর্পোরেট ল’য়ার: বেতন— আনুমানিক ৭৫,০০০ থেকে ২ লক্ষ টাকা মাসিক। যোগ্যতা— ১০+২ যে কোনও স্ট্রিম। ৫ বছর বিএ এলএলবি, বা ৩ বছর এলএলবি। কর্পোরেট ল’ স্পেশ্যালাইজেশন প্রয়োজন। বিসিআই লাইসেন্সও জরুরি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Highest Paid Jobs: এই ১০ চাকরিতে পাওয়া যায় সবচেয়ে বেশি বেতন! দেখে নিন তালিকা!