TRENDING:

বাজারের এই সেরা পেনশন প্ল্যান আপনার আছে তো ? পায়ের উপর পা তুলে কাটবে অবসর জীবন!

Last Updated:
পায়ের উপর পা তুলে কাটবে অবসরজীবন। টাকাপয়সা নিয়ে চিন্তা করতে হবে না। এমনটা চাইলে সঠিক পেনশন প্ল্যান বাছাই করা জরুরি।
advertisement
1/8
বাজারের এই সেরা পেনশন প্ল্যান আপনার আছে তো ? পায়ের উপর পা তুলে কাটবে অবসর জীবন!
পায়ের উপর পা তুলে কাটবে অবসরজীবন। টাকাপয়সা নিয়ে চিন্তা করতে হবে না। এমনটা চাইলে সঠিক পেনশন প্ল্যান বাছাই করা জরুরি। যা শুধু প্রয়োজন মেটাবে তাই নয়, মুদ্রাস্ফীতিকেও হারাতে পারবে। বাজারে হাজারটা পেনশন প্ল্যান রয়েছে। এর মধ্যে থেকে সেরা কয়েকটির তালিকা এখানে দেওয়া হল।
advertisement
2/8
এলআইসি নিউ জীবন শান্তি প্ল্যান: এই পলিসিতে এককালীন বিনিয়োগ করে দীর্ঘমেয়াদি আয় পাওয়া যায়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রয়েছে অ্যাড অন কভারের সুবিধা। পলিসি হোল্ডার ৪টি মোড বেছে নিতে পারেন – মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাষিক এবং বার্ষিক।
advertisement
3/8
এইচডিএফসি লাইফ ক্লিক ২ রিটায়ার প্ল্যান: এই প্ল্যানে ডেথ বেনিফিটের সুবিধা পাওয়া যায়। এটা প্রদত্ত প্রিমিয়ামের ১০৫ শতাংশ। এছাড়া ভেস্টিং সুবিধাও রয়েছে। প্রিমিয়াম বরাদ্দে চার্জ কাটা হয় না। পলিসি হোল্ডার আয়কর আইন ১৯৬১-এর ধারা ৮০সিসিসি-র অধীনে কর সুবিধা পাওয়া যায়।
advertisement
4/8
এসবিআই লাইফ সরল রিটায়ারমেন্ট সেভার: মূলধনের উপর বোনাস পাওয়া যায়। পলিসির মেয়াদ জুড়ে নিয়মিত যোগ হয়। পছন্দের টার্ম রাইডারের সঙ্গে লাইফ কভার নেওয়া যেতে পারে। ম্যাচুরিটির পাশাপাশি ডেথ বেনিফিটও দেওয়া হয়।
advertisement
5/8
আইসিআইসিআই প্রু ইজি রিটায়ারমেন্ট প্ল্যান: মাসিক, ষাণ্মাসিক বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম দেওয়া যায়। মোট প্রিমিয়ামের ১০৫ শতাংশ ডেথ বেনিফিট মেলে। এই পেনশন প্ল্যানের মাধ্যমে পলিসি হোল্ডার তাঁর করযোগ্য আয় কমাতে পারেন।
advertisement
6/8
ম্যাক্স লাইফ গ্যারেন্টেড লাইফটাইম ইনকাম প্ল্যান: পলিসি হোল্ডার এবং তাঁর পত্নী যতদিন জীবিত থাকবেন, এই প্ল্যানে পেনশন মিলবে। পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনিকে পুরো টাকা দেওয়া হয়। মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক বা বার্ষিক – পছন্দ অনুযায়ী পেনশন নেওয়া যায়।
advertisement
7/8
বাজার অ্যালিয়াঞ্জ লাইফলং গোল: পলিসি হোল্ডারকে ৯৯ বছর বয়স পর্যন্ত পেনশন দেওয়া হয়। ধারা ৮০সি এবং ১০(১০D)-এর অধীনে কর সুবিধা মেলে।
advertisement
8/8
কোটাক প্রিমিয়ার পেনশন প্ল্যান: এই প্ল্যানে গ্যারেন্টেড অ্যাডিশন এবং অ্যাকিওর্ড বোনাস পাওয়া যায়। পলিসি হোল্ডার একাধিক প্রিমিয়াম পেমেন্ট মোড থেকে পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন। ডেথ বেনিফিটের সুবিধাও রয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বাজারের এই সেরা পেনশন প্ল্যান আপনার আছে তো ? পায়ের উপর পা তুলে কাটবে অবসর জীবন!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল