সমবায় ব্যাঙ্কগুলির উপর নেমে আসছে RBI-এর শাস্তির খাঁড়া, যে ব্যাঙ্কগুলির লাইসেন্স বাতিল হয়েছে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
দ্বৈত নিয়ন্ত্রণ, দুর্বল আর্থিক ব্যবস্থা এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের অনৈতিক হস্তক্ষেপে নাভিশ্বাস উঠেছে সমবায় ব্যাঙ্কগুলির।
advertisement
1/8

সঙ্কটের মুখে দেশের অধিকাংশ সমবায় ব্যাঙ্ক। শুধু ২০২৩ অর্থবর্ষেই ৮টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জরিমানাও করা হয়েছে একাধিক ব্যাঙ্ককে। মানি কন্ট্রোলের একটি প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
advertisement
2/8
গ্রাম ও মফস্বল এলাকায় ব্যাঙ্কিং পরিষেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমবায় ব্যাঙ্ক। কিন্তু দ্বৈত নিয়ন্ত্রণ, দুর্বল আর্থিক ব্যবস্থা এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের অনৈতিক হস্তক্ষেপে নাভিশ্বাস উঠেছে সমবায় ব্যাঙ্কগুলির।
advertisement
3/8
লাইসেন্স বাতিল: ২০২৩ অর্থবর্ষে আরবিআই যে সমবায় ব্যাঙ্কগুলির লাইসেন্স বাতিল করেছে সেগুলি হল - মুধল সমবায় ব্যাঙ্ক, মিল্লাথ সমবায় ব্যাঙ্ক, শ্রী আনন্দ সমবায় ব্যাঙ্ক, রূপি সমবায় ব্যাঙ্ক, ডেকান আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক, সেবা বিকাশ সমবায় ব্যাঙ্ক এবং বাবাজি ডেট মহিলা আরবান ব্যাঙ্ক।
advertisement
4/8
লাইসেন্স বাতিলের কারণগুলির মধ্যে অপর্যাপ্ত পুঁজি এবং ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইনের অধীনে আইনি বিধানগুলি মেনে চলার ব্যর্থতা অন্যতম। এছাড়া ভবিষ্যতে লাভের আশা না থাকার কারণেও কিছু সমবায় ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে।
advertisement
5/8
নিয়ন্ত্রক সংস্থা বিগত কয়েক বছর ধরে সমবায় ব্যাঙ্কিং খাতের উপর সজাগ দৃষ্টি রেখেছে। ২০২২ সালে কেন্দ্রীয় ব্যাঙ্ক ১২টি ব্যাঙ্কেরর লাইসেন্স বাতিল করে। তার এক বছর আগে, ২০২১ সালে, আরবিআই তিনটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছিল। ২০২০ সালে, দুটি সমবায় ব্যাঙ্ককে কারবার গুটিয়ে নিতে বলা হয়।
advertisement
6/8
আর্থিক জরিমানা: বিভিন্ন ক্ষেত্রে আইন লঙ্ঘনের অভিযোগে সমবায় ব্যাঙ্কগুলির উপর ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করেছে আরবিআই।
advertisement
7/8
এই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে মৃত আমানতকারীর কারেন্ট অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সের উপর সুদ না দেওয়া থেকে শুরু করে কেওয়াইসি নিয়ম লঙ্ঘন, আরবিআই-এর পূর্ব লিখিত অনুমতি ছাড়া ওয়ানটাইম সেটলমেন্টে প্রবেশ করা এবং অন্যান্য ব্যাঙ্কিং নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
advertisement
8/8
সাধারণত সমবায় ব্যাঙ্ক বন্ধ করার আগে আরবিআই একাধিক জরিমানা করে তাকে সতর্ক করে। কিন্তু এর পরও যদি বার বার নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে তখন ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয়। এমনটাই জানালেন ন্যাশনাল ফেডারেশন অফ আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কস অ্যান্ড ক্রেডিট সোসাইটির ডিরেক্টর মুদিত ভার্মা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সমবায় ব্যাঙ্কগুলির উপর নেমে আসছে RBI-এর শাস্তির খাঁড়া, যে ব্যাঙ্কগুলির লাইসেন্স বাতিল হয়েছে!