TRENDING:

গ্রাহকদের সতর্ক করল LIC, এই জিনিস মাথায় রাখতে হবে, নাহলে বড় ক্ষতির সম্ভাবনা

Last Updated:
LIC Policy: এলআইসি সরাসরি এই ধরনের প্রলোভন থেকে দূরে থাকতে বলেছেন।
advertisement
1/7
গ্রাহকদের সতর্ক করল LIC, এই জিনিস মাথায় রাখতে হবে, নাহলে বড় ক্ষতির সম্ভাবনা
বিমা সম্পর্কিত অননুমোদিত লেনদেন নিয়ে পলিসি হোল্ডারদের সতর্ক করল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি। সম্প্রতি কিছু কোম্পানি এলআইসি গ্রাহকদের লোভনীয় অফার দিয়ে তাঁদের কাছে থাকা এলআইসি-র পলিসি কিনতে চাইছে বলে বলে রিপোর্ট প্রকাশিত হয়। তারপরই এই সতর্কবার্তা জারি করেছে এলআইসি।
advertisement
2/7
বিমা সংস্থা জানিয়েছে, ওই সব কোম্পানি বা তাদের এমন অফারের অনুমোদন এলআইসি দেয়নি। তাই এমন অফারের ফাঁদে পা দিলে চলবে না, অন্যথায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
advertisement
3/7
এলআইসি কী জানাল: এলআইসি সরাসরি এই ধরনের প্রলোভন থেকে দূরে থাকতে বলেছেন। স্পষ্ট বলা হয়েছে, এমন কোনও সেটআপ বা এমন কোনও পণ্য এলআইসি চালু করেনি, যেখানে গ্রাহক তাঁদের পলিসি সারেন্ডারের বদলে বিক্রি করতে পারেন।
advertisement
4/7
সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে, প্রাক্তন কর্মচারী বা কোনও ব্যক্তি যদি এই ধরনের লেনদেন করে বা বিবৃতি দেয়, তাহলে তা সম্পূর্ণ ব্যক্তিগত, এলআইসি এমন বিবৃতির অনুমোদন দেয় না। এলআইসি-র সঙ্গে এই ধরনের লেনদেনের কোনও সম্পর্ক নেই।
advertisement
5/7
কোম্পানি তার দায়িত্ব বা দায় অস্বীকার করছে। ১৯৩৮-এর বিমা আইন, বিশেষ করে ধারা ৩৮-এর উপর জোর দিয়ে এলআইসি বলেছে, পলিসি বিক্রি, স্থানান্তর বা নিয়োগের ক্ষেত্রে আইনি বিধান কঠোরভাবে অনুসরণ করা উচিত।
advertisement
6/7
বিমা কোম্পানি আরও বলেছে যে, প্রযোজ্য আইনের অধীনে পলিসি বিক্রয়, নিয়োগ বা স্থানান্তর করলে এলআইসি কোনওরকমভাবেই তার দায় নেবে না। এই ধরনের বিক্রয়, স্থানান্তর বা বরাদ্দকরণ যে পলিসিধারীর স্বার্থে নয় বা জনস্বার্থে নয় বা বীমা পলিসি ব্যবসার উদ্দেশ্যে নয়, তা বিশ্বাস করার মতো পর্যাপ্ত কারণ এলআইসির কাছে আছে।
advertisement
7/7
পলিসি হোল্ডারদের এলআইসি-র পরামর্শ: পলিসি সম্পর্কিত এই ধরনের অযাচিত অফারে সাড়া দেওয়ার আগে পলিসি হোল্ডারদের আর্থিক নিরাপত্তা এবং তাঁদের পরিবার ধারাবাহিকভাবে রিস্ক কভার পাবেন কি না, তা ভেবে দেখার পরামর্শ দিয়েছে এলআইসি। পাশাপাশি আদৌ এই ধরনের কোনও অফার অনুমোদিত কি না তা যাচাই করার জন্য এলআইসি-র কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরামর্শও দেওয়া হয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের সতর্ক করল LIC, এই জিনিস মাথায় রাখতে হবে, নাহলে বড় ক্ষতির সম্ভাবনা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল