TRENDING:

LIC Superhit Policy: জবরদস্ত প্ল্যান LIC-র, মাত্র ৫৪ টাকা খরচ করলেই প্রতি বছর পাবেন ৪৮ হাজার টাকা

Last Updated:
LIC Superhit Policy: এলআইসি-র এমন অনেক পলিসি রয়েছে, যাতে বিমা সুবিধা তো বটেই সঙ্গে ভাল রিটার্নও মেলে।
advertisement
1/7
জবরদস্ত প্ল্যান LIC-র, মাত্র ৫৪ টাকা খরচ করলেই প্রতি বছর পাবেন ৪৮ হাজার টাকা
জীবন বিমা মানেই এলআইসি। দেশের হাজার হাজার মানুষের আশা ভরসার স্থল। এলআইসি-র এমন অনেক পলিসি রয়েছে, যাতে বিমা সুবিধা তো বটেই সঙ্গে ভাল রিটার্নও মেলে। তেমনই একটি পলিসি হল জীবন উমং। মেতাদপূর্তিতে রিটার্নের পাশাপাশি পলিসি হোল্ডার আজীবন এর সুবিধা পান।
advertisement
2/7
এলআইসি-র জীবন উমং কী: এলআইসি-র জীবন উমং নন-লিঙ্কড, পার্টিসিপেটিং, এনডাউমেন্ট প্ল্যান। আয়ের পাশাপাশি পরিবারের নিরাপত্তা প্রদান করে। ১৫,২০, ২৫ বা ৩০ বছরের জন্য বিনিয়োগ করা যায়।
advertisement
3/7
এই পলিসির বিশেষত্ব হল, প্রিমিয়াম পেমেন্টের মেয়াদ শেষ হওয়ার পর থেকে ম্যাচিউরিটি পর্যন্ত সারভাইভাল বেনিফিটের সুবিধা পাওয়া যাবে। একই সময় ম্যাচিউরিটি এবং মৃত্যুতে পলিসি হোল্ডারকে একসঙ্গে পুরো টাকা দেয় এলআইসি।
advertisement
4/7
এই পলিসিতে বিনিয়োগ করে, সন্তানদের শিক্ষা এবং বিবাহের মতো ভবিষ্যতের চাহিদা মেটাতে পারবেন বিনিয়োগকারী। কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী সহ যে কেউ এলআইসি-র জীবন উমং কিনতে পারেন। এই পলিসিতে ১০০ বছর পর্যন্ত কভারেজ পাওয়া যায়।
advertisement
5/7
কীভাবে ৫৫ টাকায় প্রতি বছর ৪৮ হাজার টাকা লাভ মিলবে: ধরা যাক, ২৫ বছর বয়সে কোনও ব্যক্তি ৩০ বছর মেয়াদে ৬ লাখ টাকার বিমা সহ এলআইসি-র জীবন উমং প্ল্যান নিলেন। তাঁকে প্রতি মাসে ১৬৩৮ টাকার প্রিমিয়াম দিতে হবে। অর্থাৎ প্রতিদিন ৫৪.৬ টাকা।
advertisement
6/7
পলিসির অর্থপ্রদানের মেয়াদ ৫৫ বছর বয়সে শেষ হওয়ার পর তিনি ম্যাচিউরিটি পর্যন্ত প্রতি বছর ৪৮ হাজার টাকা পাবেন। মেয়াদপূর্তিতে পলিসি হোল্ডারকে বিমার টাকা এবং বোনাস সহ ২৮ লাখ টাকা রিটার্ন দেওয়া হবে। এই স্কিমে ম্যাচিউরিটির বয়স হল ১০০ বছর। অর্থাৎ ১০০ বছর বয়সেও পলিসি হোল্ডার ম্যাচিউরিটি বেনিফিট পাবেন।
advertisement
7/7
ডেথ বেনিফিট কী: জীবন উমং পলিসিতে ডেথ বেনিফিটও দেয় এলআইসি। পলিসি হোল্ডার যদি পলিসি চলাকালীন মারা যান তাহলে মনোনীত ব্যক্তি অর্থাৎ নমিনির হাতে প্রত্যাবর্তনমূলক বোনাস এবং চূড়ান্ত অতিরিক্ত বোনাস তুলে দেওয়া হয়। পলিসি হোল্ডারের প্রদত্ত প্রিমিয়ামের ১০৫ শতাংশ ডেথ বেনিফিট হিসেবে দেয় এলআইসি। তবে প্রিমিয়ামের সঙ্গে ট্যাক্স অন্তর্ভুক্ত নয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC Superhit Policy: জবরদস্ত প্ল্যান LIC-র, মাত্র ৫৪ টাকা খরচ করলেই প্রতি বছর পাবেন ৪৮ হাজার টাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল