LIC Jeevan Labh plan: বিশাল পলিসি, মাত্র ২৩৩ টাকা বিনিয়োগ করেই পাবেন ১৭ লক্ষ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
LIC Jeevan Labh plan: তিলে তিলে ভবিষ্যত গড়ে তোলার এক বড়সড় পথ
advertisement
1/9

ভবিষ্যতের অর্থনৈতিক জীবন আরও মজবুত করতে গেলে নিশ্চিত বিনিয়োগ ও ঝুঁকিহীন বিনিয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
এলআইসির সুপার (LIC Super Dhamaka) ধামাকা স্কিম মাত্র ২৩৩ টাকা করে রোজ জমালে বৃদ্ধ বয়সে ১৭ লক্ষ টাকা পাওয়া সম্ভব ৷ অর্থাৎ বিনিয়োগের কিছু বছরের মধ্যে লাখপতি হচ্ছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
এলআইসি (LIC) যখন বিভিন্ন পলিসির নির্মাণ করে ঠিক তখনই সমস্ত বর্গের মানুষের কথা মাথায় রেখেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
এলআইসির জীবন লাভের (LIC jeevan Labh-৯৩৬) এটি একটি নন লিঙ্কড পলিসি ৷ এই কারণেই শেয়ার বাজারের সঙ্গে কো সম্পর্ক নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
এলআইসির জীবন লাভ প্রকল্পে মুনাফা ও সুরক্ষা দুই ধরনের লাভ আছে, ৮ থেকে ৫৯ বছরের মানুষেরা এই পলিসিতে নাম নথিভুক্ত করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
১৬ থেকে ২৫ বছর পর্যন্ত পলিসির টার্ম ৷ কমপক্ষে ২ লক্ষ টাকার সাম অ্যাসিওর্ড ৷ তবে সর্বাধিক কোনও সীমা পরিসীমা নেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
৩ বছর পর্যন্ত প্রিমিয়ামের টাকা দিলে তবেই ঋণের সুবিধা পাবেন গ্রাহকেরা ৷ প্রিমিয়াম করে ছাড়, তবে দুর্ঘটনাবশত কোনও পলিসি ধারকের মৃত্যুও হয় সেক্ষেত্রে সমস্ত সম্পত্তির টাকা সহজেই পাওয়া সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
উদাহণর সরূপ বলা যেতে পারে যে কারও বয়স ২৩ বছর ৷ ১৬ বছর আগে টার্মপ্ল্যান ১০ লক্ষ টাকার বিকল্প বাছতে হয়েছে ৷ ১০ বছরে প্রতিদিন ২৩৩ টাকা করে জমালে 855107 ইউনিট এমন হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
নরেন্দ্র মোদি সরকার ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি PM kisan Samman Nidhi Yojna শুরু করেছিলেন ৷ এই স্কিমের মাধ্যমে কেন্দ্রীয় সরকার প্রতি বছরে যে সমস্ত কৃষক ছোট জমি নিয়ে চাষ করেন সেই সমস্ত কৃষকদের জন্যই এই প্রকল্প ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC Jeevan Labh plan: বিশাল পলিসি, মাত্র ২৩৩ টাকা বিনিয়োগ করেই পাবেন ১৭ লক্ষ