TRENDING:

LIC পলিসি হোল্ডারদের জন্য দুঃসংবাদ, বন্ধ হয়ে যাচ্ছে এইসব স্কিম

Last Updated:
যদি আপনি LIC পলিসি হোল্ডার হন, তবে এই খবরটি অবশ্যই পড়ুন
advertisement
1/5
LIC পলিসি হোল্ডারদের জন্য দুঃসংবাদ, বন্ধ হয়ে যাচ্ছে এইসব স্কিম
দেশের সবথেকে বড় ইনস্যুরেন্স কোম্পানি LIC -এর পলিসি গ্রাহকদের জন্য দুঃসংবাদ ৷ ফের জনপ্রিয় একটি পলিসি স্কিম বন্ধ করতে চলেছে LIC ৷ এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে LIC নিজেদের অত্যন্ত জনপ্রিয় পলিসি স্কিম জীবন অক্ষয় বন্ধ কর দেওয়ার কথা ঘোষণা করেন ৷ এখানেই শেষ নয়, আরও বেশ কিছু জনপ্রিয় স্কিম বন্ধ করে দিতে চলেছে এই সংস্থা ৷
advertisement
2/5
ইনস্যুরেন্স কোম্পানি LIC -এর তরফ থেকে জানানো হয়, ক্রমাগত সুদ কমে যাওয়ার জন্য জীবন অক্ষয় পলিসিতে বিনিয়োগ করা গ্রাহকদের রিটার্ন দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে ৷ সেই কারণেই এই পলিসি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে এই কোম্পানি ৷ উল্লেখ্য, এই পলিসিতে ১০ বছর ধরে ৭.০৫ শতাংশ হারে সুদ পেতেন বিনিয়োগকারীরা ৷ যা ছিল সর্বোচ্চ ৷ আসুন জেনে নিই, আর কোন কোন পলিসি স্কিম বন্ধ করে দিতে চলেছে LIC ৷
advertisement
3/5
LIC-এর তরফে তাদের সরকারি ওয়েবসাইটে বন্ধ করে দেওয়া পলিসিগুলির তালিকা দেওয়া হয়েছে ৷ এবার থেকে কোনও বিনিয়োগকারী নতুন করে আর এই পলিসিগুলিতে বিনিয়োগ করতে পারবেন না ৷ বন্ধ হয়ে যাওয়া এই পলিসি স্কিমগুলি হল, জীবন সুগম, জীবন বৈভব, জীবন বৃদ্ধি , ফরচুন প্লাস প্ল্যান, মার্কেট প্লাস-I, প্রোফিট প্লাস, মানি প্লাস-I, চাইল্ড ফরচুন প্লাস, জীবন সাথী প্লাস, সমৃদ্ধি প্লাস, পেনশন প্লাস, জীবন নিধি, নব জীবন ধারা-I, নয়া জীবন সুরক্ষা-I, হেল্থ প্লাস ও প্রোফিট প্লাস ৷ যদিও তালিকা এখানেই শেষ নয় ৷
advertisement
4/5
ক্রমাগত সুদ কমে যাওয়ায় রিটার্নের পরিমাণ কমিয়েছে LIC ৷ এছাড়াও ইনস্যুরেন্স কোম্পানির বন্ধ করে দেওয়া পলিসির তালিকায় নাম রয়েছে এই সব স্কিমেরও ৷ জীবন মিত্র (তিনগুণ সুরক্ষা), ধন বাপসি যোজনা (২৫ বছরের), জীবন মিত্র (দ্বিগুণ সুরক্ষা), জীবন প্রমুখ আজীবন পলিসি, সীমিত বিনিয়োগ-আজীবন পলিসি, জীবন অমৃত, জীবন সুরভি (২৫ বছরের), আজীবন পলিসি(এককালীন প্রিমিয়াম) জীবন অনুরাগ, চাইল্ড কেরিয়ার যোজনা, জীবন সাথী, জীবন অঙ্কুর, বিমা বিনিয়োগ ২০০৪, নতুন জীবন নিধি, জীবন মঙ্গল, জীবন দীপ, জীবন অঙ্কুর, জীবন সগুন যোজনা এবং বরিষ্ঠ পেনশন বীমা যোজনার মতো পলিসিগুলিতে আর নতুন করে বিনিয়োগ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে ইনস্যুরেন্স কোম্পানি LIC ৷
advertisement
5/5
এবার সব থেকে বড় প্রশ্ন, ইতিমধ্যেই এইসব স্কিমগুলির লক্ষ লক্ষ বিনিয়োগকারীর কী হবে? তাও স্পষ্ট করে দিয়েছে এই ইনস্যুরেন্স সংস্থা ৷ LIC -এর তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই যেসব গ্রাহকরা এই সমস্ত স্কিমে বিনিয়োগ করেছেন তাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ তারা সময় মতোই নিজেদের পাওনা রিটার্ন পাবেন বলে আশ্বস্ত করেছে সংস্থা ৷ কিন্তু নতুন করে আর এই সব পলিসির সুবিধে মিলবে না বলে ঘোষণা করেছে LIC ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC পলিসি হোল্ডারদের জন্য দুঃসংবাদ, বন্ধ হয়ে যাচ্ছে এইসব স্কিম
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল