TRENDING:

Lakshmir Bhandar Money Check: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে মে মাসে? কড়কড়ে নোট কবে ঢুকবে অ্যাকাউন্টে ? 'এইভাবে' Check করে নিন পেমেন্ট স্ট্যাটাস!

Last Updated:
Lakshmir Bhandar Money Check: গত এপ্রিল মাস থেকেই কার্যকরী হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের এপ্রিল মাসের টাকা। মাসের শুরু থেকেই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। এবার ঢুকতে শুরু করবে মে মাসের টাকাও।
advertisement
1/13
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে মে মাসে? কড়কড়ে নোট কবে ঢুকবে? 'এইভাবে' Check করুন
গত এপ্রিল মাস থেকেই কার্যকরী হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের এপ্রিল মাসের টাকা। মাসের শুরু থেকেই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। এবার ঢুকতে শুরু করবে মে মাসের টাকাও।
advertisement
2/13
জানা গিয়েছে মে মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে, অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১০০০ টাকা থেকে ১২০০ টাকা।
advertisement
3/13
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর সিদ্ধান্ত চলতি বছরের বাজেটেই জানিয়ে দেয় রাজ্য সরকার। সাধারণ মহিলাদের ১,০০০ টাকা এবং তফসিলি ও অনগ্রসর জাতির মহিলাদের ১,২০০ টাকা করে দেওয়া হচ্ছে।
advertisement
4/13
উল্লেখ্য, বিধানসভায় রাজ্য বাজেট ঘোষণায় প্রস্তাব পেশ করেছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সরকারের তথ্যমতে, ২ কোটি ১১ লক্ষ মহিলা পাচ্ছেন এই সুবিধা।
advertisement
5/13
এছাড়াও, পরিবারে যত মহিলাই থাকুক না কেন, যদি তারা লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করেন, তবে প্রত্যেকেই সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পেতে পারেন বলেও জানিয়েছে সরকারি সূত্র।
advertisement
6/13
দেখে নেওয়া যাক কারা পাবেন মে মাসের টাকা?শর্ত অনুযায়ী, এই প্রকল্পের অধীনে, রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন। রাজ্যে বসবাসকারী পরিবারের যে কোনও মহিলা সদস্য এই সুবিধা পেতে পারেন।
advertisement
7/13
পশ্চিমবঙ্গ সরকার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। লোকসভা নির্বাচনের আগে KYC ঝামেলা না থাকলে সুবিধাভোগীদের সকলের অ্যাকাউন্টে ঢুকবে টাকা।
advertisement
8/13
ফোন, ল্যাপটপ থেকে সহজেই দেখে নেওয়া যায় চলতি মে মাসের লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকল কিনা ঘরে বসেই চেক করে নিন এইভাবে:-
advertisement
9/13
১) অফিসিয়াল ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/ ভিজিট করুন।২) নীচে স্ক্রোল করে “Track Application Status” এ ক্লিক করুন।
advertisement
10/13
৩) এবার একটি নতুন পেজ খুলুন এবং বক্সে অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নম্বর বা স্বাস্থ্য সাথী কার্ড নম্বর বা আধার নম্বর লিখুন।
advertisement
11/13
৪) ক্যাপচা লিখে Search বিকল্পে ক্লিক করুন।৫) এবার আপনার লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস দেখার সময় এই স্কিমে NAME, BENEFICIARY ID, APPLICATION ID দেখতে পারবেন।
advertisement
12/13
৬) পেমেন্ট স্ট্যাটাস চেক করতে আপনার নামের উপর ক্লিক করুন এবং তারপরেই আপনার চোখের সামনে ভেসে উঠবে লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস।
advertisement
13/13
৭) আবেদনকারীর অ্যাকাউন্টের সমস্ত বিবরণ স্ট্যাটাসে পাওয়া যায়। টাকা ঢুকেছে কিনা ইতিমধ্যেই তাও বুঝে নিতে পারেন সহজেই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Lakshmir Bhandar Money Check: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে মে মাসে? কড়কড়ে নোট কবে ঢুকবে অ্যাকাউন্টে ? 'এইভাবে' Check করে নিন পেমেন্ট স্ট্যাটাস!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল