Money Making Tips : উৎসবের মরশুমে লক্ষাধিক টাকার লক্ষীলাভ মুখোশ শিল্পীদের!
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Money Making Ideas: উৎসবের মরশুমে রমরমিয়ে ব্যবসা বাংলার মুখোশ শিল্পীদের। লক্ষ্মীপুজো ঘিরে বিভিন্ন দেবদেবীর মুখোশের ব্যাপক চাহিদা, ফলে একেকজন শিল্পীর আয় পৌঁছেছে লক্ষাধিক টাকায়।
advertisement
1/6

বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : জঙ্গলমহলের লোকসংস্কৃতি ও পর্যটনের সঙ্গে ওতপ্রোতভাবে ছৌ। ছৌ নৃত্য ও ছৌ মুখোশ এই জেলার লোকসংস্কৃতির আঙ্গিনাকে সমৃদ্ধ করেছে। এই ছৌ-কে কেন্দ্র করেই দেশে-বিদেশে সর্বত্র ছড়িয়ে গিয়েছে পুরুলিয়া নাম।
advertisement
2/6
পুরুলিয়ার ছৌ মুখোশের কদর রয়েছে সর্বত্র। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির বাঘমুন্ডি ব্লকে গড়ে উঠেছে ছৌ মুখোশের আস্ত একটি গ্রাম। ১০৫ টি ছৌ মুখোশের দোকান রয়েছে গ্রাম জুড়ে। সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এই মুখোশ গ্রাম চড়িদায়।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
3/6
উৎসবের মরশুমে এই ছৌ মুখোশের কদর অনেকটাই বেড়ে যায়। তাইতো উৎসবের এই সময়ে লক্ষ টাকার লক্ষী লাভে করেছেন চড়িদা গ্রামের মুখোশ শিল্পীরা। শুধু মুখোশ বিক্রি নয় পাশাপাশি ভিন রাজ্যে গিয়ে প্রতিমা গড়ার কাজ করেও যথেষ্টই আর্থিকভাবে সচ্ছল হয়েছেন তারা।ছবি ও তথ্য সংগ্রহে- শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
4/6
এ বিষয়ে চড়িদা গ্রামের এক মুখোশ শিল্পী ফাল্গুনী সুত্রধর বলেন , মুখোশের বিক্রি এ-বছর যথেষ্টই ভালো হয়েছে। মুখোশ তৈরির পাশাপাশি দুর্গোৎসবের সময় তিনি প্রতিমা গড়ার বরাত পেয়েছিলেন। সেখানেও যথেষ্টই লক্ষ্মী লাভ হয়েছে। উৎসবের এই সময় বিভিন্ন পুজো মণ্ডপেও তাদের মুখোশ গিয়েছে। সব মিলিয়ে প্রায় তিন লক্ষ টাকার লক্ষী লাভ হয়েছে তার। মোটামুটি তাদের গ্রামের অন্যান্য শিল্পীদেরও যথেষ্টই বরাত মিলেছে। সবমিলিয়ে গোটা গ্রাম জুড়ে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার লক্ষী লাভ হয়েছে।ছবি ও তথ্য সংগ্রহে- শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
5/6
এই মুখোশ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ছৌ নৃত্য শিল্পী পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া। তার হাত ধরেই দেশের বিদেশের মাটিতে সমৃদ্ধ হয়েছিল ছৌ। আজ এই মুখোশকে কেন্দ্র করি জীবন জীবিকা নির্বাহ করছেন মুখোশ শিল্পীরা।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/6
উৎসবের মরশুমে বিপুল বরাতের জেরে অর্থনীতি ভাবে চাঙ্গা হয়েছেন পুরুলিয়ার বাঘমুন্ডির মুখোশ গ্রাম চড়িদার ছৌ-মুখোশ শিল্পীরা। বিগত বছরের তুলনায় এ-বছর বিক্রি বেশি হওয়ায় মুখে হাসি ফুটেছে তাদের।ছবি ও তথ্য সংগ্রহে- শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips : উৎসবের মরশুমে লক্ষাধিক টাকার লক্ষীলাভ মুখোশ শিল্পীদের!