TRENDING:

Knowledge: বিশ্বের 'সবচেয়ে' শক্তিশালী 'মুদ্রা' কোনটি বলুন তো? ডলার পাউন্ড নয় কিন্তু...! 'নাম' শুনলেই চমকাবেন, গ্যারান্টি!

Last Updated:
Knowledge: সাধারণ জ্ঞানের মধ্যে যেমন চর্চায় উঠে আসে দেশ বিদেশের ইতিহাস, ভূগোল, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে জ্ঞান তেমনই আবার নানা দেশের মুদ্রা, ব্যবসায়িক সম্পর্ক নিয়ে নানা নতুন নতুন তথ্য উঠে এসে আমাদের চমকে দেয় বার বার। এমনই এক চমকপ্রদ তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন।
advertisement
1/16
বিশ্বের 'সবচেয়ে' শক্তিশালী 'মুদ্রা' কোনটি বলুন তো? 'নাম' শুনলেই চমকাবেন!
পরীক্ষায় ভাল ফল করতে সাধারণ জ্ঞানের চর্চা এককথায় মাস্ট। কারণ এই সাধারণ জ্ঞান আমাদের নানা দেশ বিদেশের তথ্য দেয় যা একদিকে যেমন আমাদের বিশ্ব জগতের নতুন অজানা তথ্য সমৃদ্ধ করে তেমনই আবার এই জ্ঞানের ভাণ্ডার নানা প্রতিযোগিতা বা ক্যুইজের মঞ্চে তুরুপের তাসের মতো কাজ করে।
advertisement
2/16
তাই নিয়মিত সাধারণ জ্ঞানের চর্চা আবশ্যিক। আর এক্ষেত্রে সোশ্যাল মিডিয়াও আজকাল দারুণ কার্যকরী ভূমিকা নেয় বই ও পত্র পত্রিকার পাশাপাশি। জ্ঞানের নাগাল পেতে তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক ক্যুইজ ও তথ্যমূলক প্রতিবেদন পাঠ ও কাজে দেয় বেশ।
advertisement
3/16
সাধারণ জ্ঞানের মধ্যে যেমন চর্চায় উঠে আসে দেশ বিদেশের ইতিহাস, ভূগোল, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে জ্ঞান তেমনই আবার নানা দেশের মুদ্রা, ব্যবসায়িক সম্পর্ক নিয়ে নানা নতুন নতুন তথ্য উঠে এসে আমাদের চমকে দেয় বার বার। এমনই এক চমকপ্রদ তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন।
advertisement
4/16
আমরা জানি সারা বিশ্বে ডলারের মুদ্রার প্রচলন রয়েছে। বৈদেশিক বাণিজ্যে লেনদেন শুধুমাত্র ডলারে হয়, তাই বিশ্ব বাজারে ডলারের একটি বড় মর্যাদা রয়েছে সে কথা বলাই বাহুল্য। তবে, আপনি জেনে অবাক হবেন যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার নিরিখে ডলারের অবস্থান কিন্তু সেই দশম স্থানে।
advertisement
5/16
আপনি হয়ত এটি শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। কিন্তু আদতে এটি সত্য। বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রা মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন নয় আসে একটি আরব দেশ থেকে। আসুন চিনে নেওয়া যাক এই উচ্চ মূল্যের ও শক্তিশালী মুদ্রার নাম কী এবং রুপির বিপরীতে এর মূল্যই বা ঠিক কতটা!
advertisement
6/16
কুয়েতি দিনার নম্বর 1জেনে আকাশ থেকে পড়বেন যে ডলার বা পাউন্ড নয়, বাস্তবে কুয়েতি দিনার (KWD) বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রা। ভারতীয় রুপিতে একটি কুয়েতি দিনারের মূল্য প্রায় ২৭৪ টাকা।
advertisement
7/16
এদিকে কুয়েতে বসবাসরত প্রবাসীরা এক দিনারের বিপরীতে পাচ্ছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ টাকা। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় এক মার্কিন ডলারের দাম প্রায় ১০৯ টাকা। যদিও বাংলাদেশের খোলা বাজারে এর ক্রয়মূল্য ১২০ টাকার ওপরে। আর এক কুয়েতি দিনার ৩ দশমিক ২৫ মার্কিন ডলারের সমান যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৬ টাকা।
advertisement
8/16
কুয়েতি দিনার এত মূল্যবান হওয়ার সবচেয়ে বড় কারণ এই দেশটি তেল রপ্তানিকারক দেশ। কুয়েতে অর্থনৈতিক স্থিতিশীলতা, তেলের মজুদ এবং করমুক্ত ব্যবস্থার কারণে কুয়েতি দিনার বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রা।
advertisement
9/16
এছাড়াও এই তালিকায় আরও যে সব মুদ্রাগুলিও জ্বলজ্বল করে:সম্প্রতি বিশ্বের ১৮০টি দেশের শক্তিশালী মুদ্রার তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এই তালিকার শক্তিশালী মুদ্রার শীর্ষ স্থানে রয়েছে কুয়েতি দিনার।
advertisement
10/16
কুয়েতি দিনারের পরে বাহরাইন দিনার বিশ্বের দ্বিতীয় মূল্যবান মুদ্রা। বাহরাইন বিশ্বের একটি প্রধান তেল রপ্তানিকারক দেশ। বাহরাইনের এক দিনারের মূল্য ২২৩.০৯ টাকা।
advertisement
11/16
তৃতীয় স্থান দখল করেছে মধ্যেপ্রাচ্যের আরেক দেশ ওমানের রিয়াল। এক ওমানি রিয়ালের দাম ২১৮.৪০ টাকা।
advertisement
12/16
জর্ডানের দিনার বিশ্বের চতুর্থ শক্তিশালী মুদ্রা। এক জর্দানিয়ান দিনারের দাম ১১৮.৬০ টাকা।
advertisement
13/16
ব্রিটিশ পাউন্ড বিশ্বের ৫ম মূল্যবান মুদ্রা। এর পরে, জিব্রাল্টার পাউন্ড, কেম্যান দ্বীপপুঞ্জের ডলার, সুইস ফ্রাঙ্ক সুইজারল্যান্ড এবং লিচেনস্টাইনের মুদ্রার স্থান।
advertisement
14/16
মার্কিন ডলার নিঃসন্দেহে বিশ্বব্যাপী সর্বাধিক স্বীকৃত মুদ্রা। তবে, এটি বিশ্বের শক্তিশালী মুদ্রাগুলির মধ্যে ১০ম স্থানে রয়েছে।
advertisement
15/16
প্রসঙ্গত, আসলে জনপ্রিয়তা ও ব্যবহারের ব্যাপকতার ক্ষেত্রে তারতম্যের কারণে সব মুদ্রার মান বা শক্তি সমান হয় না। পণ্য, সেবা বা অন্যান্য মুদ্রা বিনিময়ের সময় ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে একটি দেশের মুদ্রার মান বা শক্তি পরিবর্তিত হয়।
advertisement
16/16
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Knowledge: বিশ্বের 'সবচেয়ে' শক্তিশালী 'মুদ্রা' কোনটি বলুন তো? ডলার পাউন্ড নয় কিন্তু...! 'নাম' শুনলেই চমকাবেন, গ্যারান্টি!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল