আপনার PF অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে কিনা জেনে নিন কয়েক সেকেন্ডে...
Last Updated:
ইপিএফও-র তরফে জানানো হয়েছে রেজিষ্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এরপর মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে ৷
advertisement
1/6

শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম ৷ তারই মধ্যে চাকুরিজীবীদের জন্য বড় উপহার দিল সরকার ৷ ২০১৮-১৯ আর্থিক বছরের জন্য সুদের হার বাড়িয়ে করা হয়েছে ৮.৬৫ শতাংশ ৷ সরকারের এই সিদ্ধান্ত লাভবান হতে চলেছেন প্রায় ৬ কোটি অ্যাকাউন্ট হোল্ডার ৷ কিন্তু কীভাবে জানবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে ? এর একাধিক উপায় রয়েছে ৷ এর মধ্যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে মিসড কল ৷ এর জন্য ইপিএফও-র তরফে একটি নম্বর জারি করা রয়েছে ৷ এছাড়া অনলাইন বা এসএমএস-এর মাধ্যমে পিএফ জমা টাকার বিষয়ে জানতে পারবেন ৷
advertisement
2/6
আপনার পিএফ ব্যালেন্স সম্বন্ধে জানতে চাইলে একটি মিসড কল দিয়েও জানতে পারবেন ৷ ইপিএফও-র তরফে জানানো হয়েছে রেজিষ্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এরপর মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে ৷
advertisement
3/6
মিসড কল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নম্বরে মেসেজ চলে আসবে ৷ এই মেসেজটি AM-EPFOHO এর তরফে জারি করা হবে ৷ এই মেসেজে আপনার অ্যাকাউন্ট সম্বন্ধে সমস্ত তথ্য দেওয়া থাকবে যেমন মেম্বর আইডি, পিএফ নম্বর, নাম, জন্ম তারিখ, ইপিএফ ব্যালেন্স ৷
advertisement
4/6
এসএমএস-এর মাধ্যমে ব্যালেন্স জানতে হলে আপনার UAN নম্বর ইপিএফও-র সঙ্গে রেজিষ্টার্ড থাকতে হবে ৷ আপনাকে 7738299899 নম্বরে ‘EPFOHO UAN ENG’ লিখে পাঠাতে হবে ৷ এই পরিষেবা ইংরেজি, হিন্দি, পঞ্জাবি-সহ ১০টি আলাদা আলাদা ভাষা সার্পোট করে ৷
advertisement
5/6
এছাড়া ইপিএফও-র এম সেবা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন ৷ একবার অ্যাপ ডাউনলোড করার পর মেম্বর নম্বরে ক্লিক করে ব্যালেন্স ও পাসবুক অপশনে যেতে হবে ৷ এরপর আপনার UAN ও রেজিষ্টার্ড মোবাইল নম্বর দিতে হবে ৷
advertisement
6/6
পিএফ-এ টাকা জমা করার একটি নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে ৷ কর্মচারী ও সংস্থা প্রত্যেক মাসে বেসিক ও ডিএ থেকে ১২ শতাংশ দিয়ে থাকে ৷ ১২ শতাংশের ৮.৩৩ শতাংশ ইপিএফ কিটিতে জমা করা হয় ৷ ৩.৬৭ শতাংশ জমা পড়ে ইপিএফে ৷