Discounts on Gold Jewellery: উৎসবের মরশুমে লাফিয়ে বাড়ছে সোনার দাম; কোথায় পাওয়া যাচ্ছে সোনার গয়নায় বিপুল ডিসকাউন্ট? রইল হদিশ
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
গ্রাহকদের আকৃষ্ট করতে, কিছু বড় গহনার ব্র্যান্ড অফার দিচ্ছে, দুর্গাপুজো ও দীপাবলি উপলক্ষ্যে।
advertisement
1/9

সারা দেশে চলছে উৎসবের মরশুম। সেই সঙ্গে চলছে দেদার ব্যবসা। প্রায় সমস্ত রকম পণ্যের উপরই পাওয়া যাচ্ছে নানা ধরনের ছাড়। সাধারণ মানুষের পাশাপাশি ছোট-বড় বিক্রেতা এবং বড় বড় সংস্থাগুলিও সারা বছর এই সময়ে অপেক্ষায় থাকেন। এই সময় যানবাহন থেকে শুরু করে সোনার গহনা— সব কিছুই কেনাকাটা চলে। গ্রাহকদের আকৃষ্ট করতে, কিছু বড় গহনার ব্র্যান্ড অফার দিচ্ছে, দুর্গাপুজো ও দীপাবলি উপলক্ষ্যে।
advertisement
2/9
এই সময়ে সোনা কেনা শুভ বলে মনে করা হয় ভারতের নানা প্রান্তে। সেই কারণেই বড় বড় কিছু সংস্থা গহনা তৈরির দামে দিচ্ছে আকর্ষণীয় ছাড়। সঙ্গে রয়েছে, পুরনো গয়নার বিনিময়ে নতুন গয়না কেনায় ছাড়। এই সময় সোনার গয়না কিনতে চাইলে অনেকটাই সাশ্রয় হতে পারে।
advertisement
3/9
Cnbctv18-এর রিপোর্ট অনুযায়ী, এই উৎসবের মরশুমে তনিষ্ক দিচ্ছে লোভনীয় অফার। ১৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর, ২০২৩ পর্যন্ত অনলাইন এবং অফলাইনে কেনাকাটায় এই অফারগুলির সুবিধা নিতে পারেন যে কেউ৷ নবরাত্রি ও দুর্গাপুজো থেকে শুরু করে ধনতেরস, দীপাবলি পর্যন্ত সোনার গয়না তৈরির মূল্যের উপর ২০ শতাংশ ছাড় দিচ্ছে এই সংস্থা।
advertisement
4/9
তনিষ্ক হিরের গহনার উপরও ছাড় দিচ্ছে। ১২ নভেম্বর এই ছাড় পাওয়া যাবে। সেক্ষেত্রে হিরের গহনার মোট মূল্যের উপর ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।
advertisement
5/9
তনিষ্ক সোনার ইউসিপি জুয়েলারি এবং দ্বি-ধাতু প্লেন ইউসিপি-তে ২ শতাংশ ছাড় দিচ্ছে। ৩ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে স্টাডেড ইউসিপি জুয়েলারি এবং দ্বি-ধাতব স্টাডেড ইউসিপি ক্রয়ের উপরে। গ্রাহকরা স্টাডেড এবং প্লাটিনাম সলিটায়ার জুয়েলারিতে ৩ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
advertisement
6/9
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রয়েছে 'গসিপ' কালেকশন। অনলাইনে এই ধরনের গয়না তিনটি কিনলে একটি বিনামূল্যে সংগ্রহ করার সুযোগ পাওয়া যাবে। এছাড়াও, এই সংস্থার রুপোর গয়নার পাওয়া যাচ্ছে ১০ শতাংশ পর্যন্ত ছাড়।
advertisement
7/9
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসও নিয়ে এসেছে নবরাত্রি অফার। ব্র্যান্ডটি শুধুমাত্র অনলাইন কেনাকাটায় দিচ্ছে সোনার গয়নার উপর ছাড়। যদি কেউ ৩০ হাজার টাকার সোনার গয়না কেনেন তাহলে তিনি ৯১৬ বিশুদ্ধতার একটি ১০০ মিলিগ্রাম সোনার মুদ্রা পাবেন বিনামূল্যে। একইভাবে, রত্ন ও পোল্কি জুয়েলারির মেকিং চার্জে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
advertisement
8/9
মালাবার গোল্ডে এখন হিরের গহনার দামে ৩০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এই সমস্ত সুবিধা পাওয়া যাবে ১৪ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। তবে মুদ্রা, সলিটায়ার, ঘড়ি এবং গিফ্ট কার্ডে তা প্রযোজ্য নয়।
advertisement
9/9
সারা ভারতে নবরাত্রি চলার সময়ই সোনার দাম লাফিয়ে বেড়েছে। ভারতীয় সোনার বাজারে, গত ২০ অক্টোবর, ষষ্ঠীর দিন দশ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছিল ৬১,৬৫০ টাকা। সেই দিন এক কেজি রুপোর দামও বেড়ে হয়েছিল ৭৪,৭০০ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Discounts on Gold Jewellery: উৎসবের মরশুমে লাফিয়ে বাড়ছে সোনার দাম; কোথায় পাওয়া যাচ্ছে সোনার গয়নায় বিপুল ডিসকাউন্ট? রইল হদিশ