TRENDING:

IRCTC তৎকাল বুকিংয়ের সময়,নিয়ম ও চার্জ, কী করে করবেন Online Booking

Last Updated:
advertisement
1/8
IRCTC তৎকাল বুকিংয়ের সময়,নিয়ম ও চার্জ, কী করে করবেন Online Booking
হঠাৎ করে কোথাও যাওয়া স্থির হলে একেবারে হুলূস্তূলু বিষয় ৷ কী করে টিকিট বুকিং পাওয়া যাবে তা নিয়ে হাজার দৌড়োদৌড়ি ৷ কিন্তু আপনার যদি IRCTC অ্যাকাউন্ট থাকে তাহলে এক মুহূর্তে আপনার এই সমস্যা মিটে যাবে ৷ Photo - Representive
advertisement
2/8
প্রথমে আপনাকে IRCTC তে একটা login ID তৈরি করতে হবে ৷ irctc.co.in গিয়ে প্রথমে একজন ব্যক্তি হিসেবে নিজেকে রেজিস্ট্রার করাতে হবে ৷ এর জন্য মোবাইল নম্বর ও ই মেল আইডি অত্যন্ত প্রয়োজনীয় ৷ এটা হলে আপনি আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে হোমপেজ থেকে লগ ইন করতে পারবেন ৷ Photo Courtesy - IRCTC website
advertisement
3/8
Courtesy - IRCTC website
advertisement
4/8
Advance Reservation Period তে এখন দু‘দিন আগে নয় একদিন আগেই তৎকাল টিকিট বুক করা যায় ৷ যে স্টেশন থেকে আপনি জার্নি শুরু করবেন তার আগের দিন AC class (1A/2A/3A/CC/EC/3E) -র জন্য সকাল ১০ টায় শুরু হয় ৷ আর Non- AC class(SL/FC/2S) জন্য ১১ টায় বুকিং শুরু হয় ৷ Courtesy - IRCTC website
advertisement
5/8
এরপর ট্রেন খুঁজে পেয়ে তাতে সিট চেক করুন এবং দেকুন আপনি যে ক্লাস চাইছেন সেখানে সিট পাওয়া যাচ্ছে কিনা ৷ এরপর বুকিং টিকিট এ গিয়ে বুক নাউ তে যান ৷ এরপর যদি অন্য ট্রেন চেক করতে চান তাহলে একইভাবে সেই ট্রেনে গিয়ে সেখানের ক্লাসে টিকিট খুঁজতে হবে ৷ Courtesy - IRCTC website
advertisement
6/8
Tatkal e-ticket একটা PNR থেকে সর্বাধিক চারটি টিকিট বুকিং করা যায় ৷ প্যাসেঞ্জারদের নাম , বয়স, লিঙ্গ, পছন্দের বার্থ সিলেক্ট করতে হবে ৷ নামের বানান সবচেয়ে বেশি ১৫ ক্যারেক্টারের হতে হবে ৷ Courtesy - IRCTC website
advertisement
7/8
সিনিয়র সিটিজেন কোটার ছাড় তৎকাল কোটায় টিকিট কাটলে পাওয়া যায় না ৷ আপনি অটো আপগ্রেডেশনও সিলেক্ট করে রাখতে পারেন ৷ তাহলে চার্ট তৈরি হলে যদি আপার ক্লাসে জায়গা থাকে তাহলে আপনি সেই টিকিট পেয়ে যেতে পারেন ৷ এটা হয়ে গেলে প্যাসেঞ্জার নিজের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে ফ্রি এসএমএস পাবেন ৷ Courtesy - IRCTC website
advertisement
8/8
এরপর পেমেন্ট পেজে গেলে যেভাবে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে ঠিক সেভাবে পেমেন্ট সেরে ফেলুন ৷ পেমেন্ট হয়ে যাওয়ার পরেই টিকিট কনফার্ম হয়ে গেলে আপনাকে সেটা প্রিন্ট অপশন দেবে ৷ সেটা প্রিন্ট করিয়ে নিতে পারবেন ৷ Courtesy - IRCTC website
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
IRCTC তৎকাল বুকিংয়ের সময়,নিয়ম ও চার্জ, কী করে করবেন Online Booking
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল