TRENDING:

দাদু-ঠাকুরদার সম্পত্তিতে আপনার ভাগ কত? কেন কেউ কম পায় আর কেউ বেশি? হিসেব দেখুন!

Last Updated:
এক কথায় এর উত্তর হল, দাদু বা ঠাকুরদার যত বড় সম্পত্তিই হোক না কেন, তাতে পিতার যতটুকু ভাগ সেটুকুই সন্তান পাবে।
advertisement
1/6
দাদু-ঠাকুরদার সম্পত্তিতে আপনার ভাগ কত? কেন কেউ কম পায় আর কেউ বেশি? হিসেব দেখুন!
একান্নবর্তী পরিবার। বাবা-মা-কাকু-কাকিমা-ভাই-বোন-দাদু-ঠাকুমাদের নিয়ে বড় সংসার। এটাই এদেশের সংস্কৃতি। তবে ইদানীং একান্নবর্তী পরিবার ভাঙছে। স্বামী-স্ত্রী আর সন্তান নিয়ে পরিবর্তিত হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলিতে। এই পরিস্থিতিতে পৈতৃক সম্পত্তির অংশ নিয়ে বিবাদ দেখা দেয়। কে কতটা ভাগ পাবে তা নিয়েই ওঠে প্রশ্ন। এক কথায় এর উত্তর হল, দাদু বা ঠাকুরদার যত বড় সম্পত্তিই হোক না কেন, তাতে পিতার যতটুকু ভাগ সেটুকুই সন্তান পাবে।
advertisement
2/6
৪ প্রজন্মের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির কথা বললে, পিতামহ থেকে শুরু হবে। ধরা যাক পিতামহের দুই ছেলে। তাদের মধ্যে সম্পত্তি ৫০-৫০ শতাংশ ভাগ করা হবে। তবে পরিবার আলাদা না হলে ভাগের প্রশ্ন নেই। এখন ধরে নেওয়া যাক কারও দাদার ২ সন্তান এবং তাঁর ১।
advertisement
3/6
এখন যে সম্পত্তি ২ জনের মধ্যে ভাগ হয়েছিল এখন তা ৩ জনের মধ্যে ভাগ হবে। তবে এখানে ৫০-৫০ শতাংশ ভাগ হবে না। যার ১ সন্তান সে বাবার ৫০ শতাংশই পাবে। কিন্তু যার ২ সন্তান, তাঁরা বাবার ৫০ শতাংশ সম্পত্তির ২ ভাগ অর্থাৎ ২৫-২৫ শতাংশ করে পাবে।
advertisement
4/6
২ ভাইয়ের মধ্যে ভাগ হয়ে গেলে বাবা সম্পত্তির ২৫ শতাংশ পাবেন। এখন ধরে নেওয়া যাক কারও ২ ভাই এবং পিতার ভাইয়ের (কাকা) এক ছেলে। তাই তিনি সম্পূর্ণ সম্পত্তির ২৫ শতাংশ পাবেন। একই সময়ে, মাত্র ১২.৫ শতাংশ আপনার ভাগে আসবে। এই কারণেই গ্রামে দেখা যায় কয়েক প্রজন্ম আগের একই পরিবারের কিছু লোকের কাছে অনেক জমি আবার কারও কাছে খুব কম।
advertisement
5/6
এক্ষেত্রে উইল একটা বড় ভূমিকা পালন করে। উইল লেখার পর যদি পূর্বপুরুষ মারা যান, তাহলে সম্পত্তির ভাগ নিয়ে বিবাদের সম্ভাবনা কম থাকে। অনেক সময় উইলে সবকিছু ভাগ না করে একই ব্যক্তিকে দেওয়া হয়। এটি আইনত বৈধ এবং এর পরে অন্য কোনও দাবিদার সম্পত্তি দাবি করতে পারে না।
advertisement
6/6
তবে লিখিত উইল না থাকলে উত্তরাধিকারের ভিত্তিতে সম্পত্তি ভাগ করা হয়। এতে পুরো সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হয়। উত্তরাধিকারীর বর্ণ হিন্দু উত্তরাধিকার আইন ১৯৬৫ অনুযায়ী। লক্ষ্যণীয় যে, মুসলিম সমাজে সম্পত্তি অন্যভাবে বন্টন করা হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দাদু-ঠাকুরদার সম্পত্তিতে আপনার ভাগ কত? কেন কেউ কম পায় আর কেউ বেশি? হিসেব দেখুন!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল