TRENDING:

এবার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক? কীভাবে করতে হবে জানেন তো ?

Last Updated:
আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। বর্তমানে সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।
advertisement
1/8
এবার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক? কীভাবে করতে হবে জানেন তো ?
এখনও রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা হয়নি? চিন্তা নেই। সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র সরকার। আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। বর্তমানে সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।
advertisement
2/8
অন্ত্যোদয় অন্ন যোজনা এবং অগ্রাধিকার গৃহস্থালি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক৷ সাদা কার্ডধারীদের প্রথমে তাঁদের রেশন কার্ড ডিজিটালাইজ করতে হবে। তবেই এটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যাবে।
advertisement
3/8
‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ নীতি চালু করেছে কেন্দ্র সরকার। এরপর থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার উপর জোর দেওয়া হচ্ছে। এর মূল উদ্দেশ্য রেশন কার্ড সংক্রান্ত জালিয়াতি বন্ধ করা।
advertisement
4/8
বিভিন্ন সময়ে রেশন কার্ড অপব্যবহারের একাধিক খবর সামনে এসেছে। মৃত ব্যক্তির কার্ড দিয়ে রেশন তোলা থেকে একই ব্যক্তির দু-তিনটি রেশন কার্ড রাখার অভিযোগ উঠেছে। এই ধরনের জালিয়াতি রুখতেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে চায় কেন্দ্র সরকার।
advertisement
5/8
আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা অত্যন্ত সহজ। যে কেউ food.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে উভয়ই (রেশন কার্ড এবং আধার কার্ড) লিঙ্ক করতে পারেন। সরকারি জনবন্টন ব্যবস্থার অধীনে পরিচালিত রেশন দোকান থেকে রেশন কার্ডের মাধ্যমে বিপিএল পরিবারগুলিকে সস্তায় খাদ্যশস্য এবং কেরোসিন তেল সরবরাহ করা হয়। যাতে নিম্নবিত্ত মানুষের কিছুটা সুরাহা হয়।
advertisement
6/8
আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার পদ্ধতি: রেশন কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করতে, প্রথমে food.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এরপরে আধার নম্বর এবং রেশন কার্ড নম্বর এবং নিবন্ধিত মোবাইল নম্বর লিখতে হবে। এবার ক্লিক করতে হবে ‘কন্টিনিউ’ বাটনে।
advertisement
7/8
নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। নির্দিষ্ট বক্সে সেটা দেওয়ার পর রেশন এবং আধার কার্ড লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে। তাহলেই আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক হয়ে যাবে।
advertisement
8/8
প্রসঙ্গত, আধার এবং রেশন কার্ড লিঙ্ক হলে একজন ব্যক্তি দেশের যে কোনও প্রান্ত থেকে রেশন তুলতে পারবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এবার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক? কীভাবে করতে হবে জানেন তো ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল