Aadhaar-Pan লিঙ্কিংয়ের সময় আর বেশি নেই- জানুন সমস্ত জরুরি তথ্য! কারাই বা এই নিয়মের আওতায় পড়ছেন না?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
আর বেশি সময় বাকি নেই। সাম্প্রতিক ঘোষণা সম্পর্কেও সকলকেই অবগত থাকতে হবে।
advertisement
1/7

আধার কার্ড আর প্যান লিঙ্ক করার ব্যস্ততা এখন তুঙ্গে। হাতে আর সময় তেমন বাকি নেই। কারণ আধার কার্ডের সঙ্গে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান লিঙ্ক করানোর শেষ দিন হল আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখ। আয়কর বিভাগের নির্দেশ অনুযায়ী, এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে ব্যর্থ হলে প্যান লিঙ্কড থাকবে না। ফলে তা নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই এখনও পর্যন্ত যাঁরা প্যান এবং আধার লিঙ্ক করাননি, তাঁদের এই মুহূর্তেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে হবে। কারণ আর বেশি সময় বাকি নেই। সাম্প্রতিক ঘোষণা সম্পর্কেও সকলকেই অবগত থাকতে হবে।
advertisement
2/7
সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে জানানো হয়েছে যে, যদি এক বার প্যান নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে প্রত্যেক গ্রাহককে আয়কর আইনের আওতায় সমস্ত পরিণতির সম্মুখীন হতে হবে। কারণ তাঁদের সামনে আসবে বিভিন্ন রকমের সমস্যা। তাই নির্ধারিত সময়সীমা অর্থাৎ আগামী ৩১ মার্চের মধ্যেই এই দুই আইডি লিঙ্ক করিয়ে নেওয়াই ভাল।
advertisement
3/7
আধার-প্যান লিঙ্কিং: এই দুই আইডি লিঙ্ক না-করানো হলে কী কী সমস্যা হতে পারে? নির্ধারিত সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক না-করালে হতে পারে নিম্নোক্ত সমস্যাগুলি:
advertisement
4/7
প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে তার মাধ্যমে আইটি রিটার্ন ফাইল করা সম্ভব নয়। এমনকী গ্রাহকদের পেন্ডিং রিটার্নসও কার্যকরী হবে না। আবার ডিফেক্টিভ রিটার্নসের ক্ষেত্রে বাকি থাকা প্রক্রিয়া আর সম্পূর্ণ হবে না। উচ্চ হারে ট্যাক্স ডিডাকশনের কোপে পড়তে হবে।
advertisement
5/7
আধার-প্যান লিঙ্কিং: কাদের ছাড় মিলতে পারে? নির্ধারিত সময়সীমার মধ্যে আধার কার্ড এবং প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক। এটা এত দিনে সকলেই জেনে গিয়েছেন। তবে এই বাধ্যতামূলক বিষয়টা থেকে অনেকেই ছাড় পাচ্ছেন। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে প্যান এবং আধার লিঙ্ক করা আবশ্যক নয়। বিগত ২০১৭ সালে সিবিডিটি দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, আধার-প্যান লিঙ্কিংয়ের প্রয়োজনীয়তা এই চার ধরনের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দেখে নেওয়া যাক, সেই তালিকা।
advertisement
6/7
আধার-প্যান লিঙ্কিং: কাদের ছাড় মিলতে পারে? নির্ধারিত সময়সীমার মধ্যে আধার কার্ড এবং প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক। এটা এত দিনে সকলেই জেনে গিয়েছেন। তবে এই বাধ্যতামূলক বিষয়টা থেকে অনেকেই ছাড় পাচ্ছেন। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে প্যান এবং আধার লিঙ্ক করা আবশ্যক নয়। বিগত ২০১৭ সালে সিবিডিটি দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, আধার-প্যান লিঙ্কিংয়ের প্রয়োজনীয়তা এই চার ধরনের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। দেখে নেওয়া যাক, সেই তালিকা।
advertisement
7/7
অসম, জম্মু ও কাশ্মীর এবং মেঘালয়ের মতো রাজ্যে বসবাসকারীরা। ১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী, অনাবাসী ভারতীয়রা। গত বছরের হিসেব অনুযায়ী, আশি কিংবা তার উর্ধ্বে যাঁদের বয়স, তাঁরা। ভারতের নাগরিক নন এমন মানুষেরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar-Pan লিঙ্কিংয়ের সময় আর বেশি নেই- জানুন সমস্ত জরুরি তথ্য! কারাই বা এই নিয়মের আওতায় পড়ছেন না?