TRENDING:

PM Kisan যোজনা প্রকল্পে কৃষকদের টাকা কি বাড়বে! জেনে নিন বিস্তারিত

Last Updated:
অনেক কৃষক ইতিমধ্যেই এই প্রকল্পে যোগ দিয়েছেন। হিসেব বলছে বর্তমানে প্রায় ১০ কোটিরও বেশি কৃষক বার্ষিক ৬ হাজার টাকা করে আয় করতে পারছেন।
advertisement
1/7
PM Kisan যোজনা প্রকল্পে কৃষকদের টাকা কি বাড়বে! জেনে নিন বিস্তারিত
প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা ভারতের কৃষকদের কাছে এক আশীর্বাদের মতো। খুব শীঘ্রই এই বিষয়ে বড় সুখবর পেতে চলেছেন সারাদেশের কৃষকরা। কী এই সুখবর, কেন্দ্রীয় সরকারের তরফে কি ঘোষণা করা হবে এই খবর! এসব নিয়ে দোটানা চলছেই। জেনে নেওয়া যাক বিস্তারিত—
advertisement
2/7
জানা গিয়েছে, পিএম কিষাণ নিধি যোজনার অন্তর্গত কিস্তির টাকা পাওয়া যেতে পারে শীঘ্রই। ভারতের মোদি সরকার কৃষকদের জন্য একটি অত্যন্ত লাভজনক প্রকল্প হিসাবে প্রধানমন্ত্রী কিষান প্রকল্প চালু করেছে। অনেক কৃষক ইতিমধ্যেই এই প্রকল্পে যোগ দিয়েছেন। হিসেব বলছে বর্তমানে প্রায় ১০ কোটিরও বেশি কৃষক বার্ষিক ৬ হাজার টাকা করে আয় করতে পারছেন।
advertisement
3/7
তবে কেন্দ্রীয় সরকারের দেওয়া এই অনুদান এককালীন নয়। বরং এক বছরে তিন কিস্তিতে এই টাকা পেয়ে থাকেন ভারতের সমস্ত প্রদেশের কৃষকরা। সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয় কিস্তির টাকা—বছরে মোট ৬ হাজার টাকা। অর্থাৎ এক এক কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা জমা হচ্ছে। এরই মধ্যে ১৪টি কিস্তির টাকা পেয়ে গিয়েছেন কৃষকরা।
advertisement
4/7
এই প্রকল্পের মাধ্যমে ভারত সরকারের তরফ থেকে সরাসরি কৃষকদের টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। ১৪টি কিস্তিতে মোট ২৮ হাজার টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন কৃষকরা। এখন তাঁরা অপেক্ষা করছেন পরবর্তী কিস্তির টাকা পাওয়ার। ১৫তম কিস্তি বকেয়া রয়েছে। এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি পাওয়া যায়, তাহলে মোট ৩০ হাজার আসবে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে। মনে করা হচ্ছে, শীঘ্রই এই পঞ্চদশ কিস্তির ২ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে।
advertisement
5/7
রিপোর্ট অনুযায়ী, এই নভেম্বর মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫তম কিস্তির টাকা জমা দেওয়া হবে।
advertisement
6/7
গত বছর ১৭ অক্টোবরের মধ্যে টাকা জমা পড়ে গিয়েছিল। সেই অনুযায়ী এবার খানিকটা দেরিই হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, দীপাবলির পর বা মাসের শেষে তা আসতে পারে। যদিও এখন এবিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে আনুষ্ঠানিক বিবৃতি নেই।
advertisement
7/7
শুধু তাই নয়, মনে করা হচ্ছে এই প্রকল্পের অনুদান বার্ষিক ৬ হাজার টাকা থেকে বেড়ে ৮ হাজার হতে পারে। আসন্ন কেন্দ্রীয় নির্বাচনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে পারে সরকার।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan যোজনা প্রকল্পে কৃষকদের টাকা কি বাড়বে! জেনে নিন বিস্তারিত
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল