আপনার সন্তানের জন্য নতুন পলিসি নিয়ে এল LIC, বিমার সঙ্গে মিলবে মোটা রিটার্নও
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এই স্কিমটি নন-লিঙ্কড এবং নন পার্টিসিপেটিং ।
advertisement
1/8

নতুন এন্ডোমেন্ট প্ল্যান চালু করল এলআইসি। নাম ‘অমৃত বাল’। একসঙ্গে সঞ্চয় এবং জীবন বিমার সুবিধা পাওয়া যাবে। এলআইসি-র মতে, অমৃত বাল পলিসি বিশেষভাবে শিশুর উচ্চশিক্ষা এবং অন্যান্য চাহিদা মেটাতে তৈরি করা হয়েছে।
advertisement
2/8
সন্তানের ৩০ দিন বয়স হলেই এই পলিসি কেনা যাবে। সর্বোচ্চ বয়স ১৩ বছর। ম্যাচিউরিটির সর্বনিম্ন বয়স ১৮ বছর। এবং সর্বোচ্চ বয়স ২৫ বছর। ন্যূনতম বিমাকৃত অর্থের পরিমাণ ২ লাখ টাকা। সর্বোচ্চ বিমাকৃত অর্থের কোনও সীমা নেই।
advertisement
3/8
নয়া পলিসি একনজরে: পলিসি কেনার সর্বনিম্ন বয়স ০ বছর (৩০ দিন) এবং সর্বোচ্চ বয়স ১৩ বছর।ম্যাচিউরিটির সময় সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৫ বছর। সংক্ষিপ্ত প্রিমিয়াম প্রদানের মেয়াদ ৫, ৬ বা ৭ বছর।
advertisement
4/8
ন্যূনতম পলিসির মেয়াদ - সীমিত প্রিমিয়াম পেমেন্টের জন্য ১০ বছর এবং একক প্রিমিয়াম পেমেন্টের জন্য ৫ বছর।পলিসির সর্বোচ্চ মেয়াদ ২৫ বছর। ন্যূনতম বিমাকৃত অর্থের পরিমাণ ২ লাখ টাকা। সর্বোচ্চ বিমাকৃত অর্থের কোনও সীমা নেই।
advertisement
5/8
মেয়াদপূর্তির তারিখে, ইন-ফোর্স পলিসির জন্য গ্যারান্টিযুক্ত অতিরিক্ত বিমার সঙ্গে মেয়াদপূর্তির উপর বীমাকৃত অর্থ প্রদান করা হবে। ৫, ১০ বা ১৫ বছরের মধ্যে কিস্তির মাধ্যমেও ম্যাচিউরিটির পরিমাণ পাওয়া যেতে পারে।সিঙ্গেল প্রিমিয়াম এবং লিমিটেড প্রিমিয়াম পেমেন্টে ‘ডেথ বেনিফিট’ বেছে নিতে পারবেন গ্রাহক।
advertisement
6/8
রিস্ক কভারের সময়কালে ইন-ফোর্স পলিসির জন্য প্রদেয় ডেথ বেনিফিটে বিমার টাকার সঙ্গে অতিরিক্ত জমাকৃত গ্যারান্টিযুক্ত রিটার্ন দেওয়া হবে।এলআইসির প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডারে শর্ত সাপেক্ষে অতিরিক্ত প্রিমিয়াম প্রদান করতে হতে পারে। উচ্চতর বেসিক অ্যাসিওরডের পাশাপাশি অনলাইন বিক্রয়ের ক্ষেত্রে সম্পূর্ণ অফারগুলির জন্য নিয়ম শিথিল করা হয়েছে।
advertisement
7/8
শর্ত সাপেক্ষে পলিসির মেয়াদে ঋণ পাওয়া যাবে।এই স্কিম নন-লিঙ্কড, নন পার্টিসিপেটিং স্কিম। পলিসি এজেন্ট বা এলআইসির ওয়েবসাইট থেকেও কেনা যাবে।
advertisement
8/8
প্রসঙ্গত, এই প্ল্যানে পলিসির শুরু থেকে পলিসির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, বিমাকৃত রাশি গ্যারান্টিযুক্ত যোগের মাধ্যমে প্রতি হাজারে ৮০ টাকা হারে পাওয়া যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আপনার সন্তানের জন্য নতুন পলিসি নিয়ে এল LIC, বিমার সঙ্গে মিলবে মোটা রিটার্নও