LIC-র ‘ধন বৃদ্ধি’ প্ল্যানে বিমার সঙ্গে মিলবে নিশ্চিত রিটার্ন, নতুন এই পলিসির বিষয়ে যা না জানলেই নয়!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ধন বৃদ্ধি পলিসি নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং, ব্যক্তিগত, সঞ্চয় এবং একক প্রিমিয়াম লাইফ প্ল্যান, অর্থাৎ সুরক্ষা ও সঞ্চয়ের দুর্দান্ত সমন্বয়।
advertisement
1/9

নতুন বিমা পলিসি নিয়ে এল এলআইসি। নাম ‘ধন বৃদ্ধি’। এই পলিসিতে বিমা কভারের সঙ্গে মিলবে নিশ্চিত রিটার্ন। ২৩ জুন এই নতুন পলিসি বাজারে এনেছে দেশের বৃহত্তম বিমা সংস্থা।
advertisement
2/9
পলিসি কেনার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। এলআইসি জানিয়েছে, ধন বৃদ্ধি পলিসি নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং, ব্যক্তিগত, সঞ্চয় এবং একক প্রিমিয়াম লাইফ প্ল্যান, অর্থাৎ সুরক্ষা ও সঞ্চয়ের দুর্দান্ত সমন্বয়।
advertisement
3/9
মেয়াদ শেষে নিশ্চিত রিটার্ন: বিমা কভারের সঙ্গে নিশ্চিত রিটার্ন, এটাই পলিসির বিশেষত্ব। পলিসি ম্যাচিওর করার আগেই যদি গ্রাহকের মৃত্যু হয় তাহলে পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য দেওয়া হবে। একই সঙ্গে মেয়াদপূর্তিতে মিলবে নিশ্চিত রিটার্ন।
advertisement
4/9
এলআইসি ধন বৃদ্ধি প্ল্যানে গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রে দুটি বিকল্প বেছে নেওয়ার সুযোগ রয়েছে। প্রথম ক্ষেত্রে ১.২৫ গুণ, দ্বিতীয় ক্ষেত্রে ১০ গুণ রিটার্ন। উভয় অবস্থার জন্য প্রিমিয়াম ভিন্ন হবে।
advertisement
5/9
পলিসির মেয়াদ: এলআইসি ধন বৃদ্ধি প্ল্যানের মেয়াদ ১০, ১৫ বা ১৮ বছর। নির্বাচিত মেয়াদের উপর নির্ভর করে ন্যূনতম প্রবেশের বয়স ৯০ দিন থেকে ৮ বছর এবং সর্বাধিক প্রবেশের বয়স ৩২ বছর থেকে ৬০ বছর পর্যন্ত হতে পারে।
advertisement
6/9
এলআইসি ধন বৃদ্ধি প্ল্যানের বেসিক সাম অ্যাসিওর্ড, নিশ্চিত রিটার্ন: এলআইসি ধন বৃদ্ধি পলিসির ন্যূনতম নিশ্চিত পরিমাণ হবে ১.২৫ লক্ষ টাকা। এর পরে এটিকে ৫০০০ টাকার গুণিতক দিয়ে বাড়ানো যেতে পারে।
advertisement
7/9
রিস্ক কভার শুরু হওয়ার পর পলিসি চলাকালীন গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রে 'সাম অ্যাসিওরড' এবং তার উপর অর্জিত 'গ্যারান্টেড রিটার্ন' পাবেন। পলিসির মেয়াদপূর্তির সময়, গ্রাহককে দেওয়া হবে নিশ্চিত পরিমাণ এবং ততক্ষণ পর্যন্ত জমাকৃত গ্যারান্টিযুক্ত রিটার্ন।
advertisement
8/9
পলিসির মেয়াদ শেষে প্রতি বছর পলিসিতে গ্যারান্টিযুক্ত রিটার্ন যোগ করা হবে। প্রথম বিকল্পে, ১০০০ টাকার নিশ্চিত পরিমাণে এটি ৬০ থেকে ৭৫ টাকা হবে৷ দ্বিতীয় বিকল্পে এই পরিমাণ ২৫ থেকে ৪০ টাকার মধ্যে।
advertisement
9/9
ঋণ পাওয়া যাবে: এলআইসির ধন বৃদ্ধি প্ল্যানে লোন সুবিধাও পাওয়া যায়। পলিসি শেষ হওয়ার ৩ মাস পর থেকে লোনের জন্য আবেদন করা যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC-র ‘ধন বৃদ্ধি’ প্ল্যানে বিমার সঙ্গে মিলবে নিশ্চিত রিটার্ন, নতুন এই পলিসির বিষয়ে যা না জানলেই নয়!