LIC-র এই পলিসিটা জানেন? মেয়ের ভবিষ্যত নিয়ে আর চিন্তা নেই, দেখে নিন খুঁটিনাটি
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এটা বিশেষভাবে কন্যাসন্তানের অভিভাবকদের জন্য ডিজাইন করা হয়েছে। প্রতি মাসে প্রিমিয়াম দিতে হয়।
advertisement
1/8

মেয়ের পড়াশোনা এবং বিয়ের জন্য মোটা টাকা রাখতেই হয়। এছাড়া অন্যান্য খরচও আছে। সেই খরচ চালাতে মা-বাবার যাতে কোনও অসুবিধা নয় হয়, সে জন্য ‘কন্যাদান পলিসি’ নিয়ে এসেছে এলআইসি। এটা বিশেষভাবে কন্যাসন্তানের অভিভাবকদের জন্য ডিজাইন করা হয়েছে। প্রতি মাসে প্রিমিয়াম দিতে হয়। মেয়াদ শেষে একলপ্তে হাতে আসে মোটা টাকা।
advertisement
2/8
এলআইসি কন্যাদান পলিসি: নাম – এলআইসি কন্যাদান পলিসি ২০২৩। চালু করেছে – এলআইসি ব্যাঙ্ক। উদ্দেশ্য – কন্যা সন্তানের শিক্ষা এবং বিয়ের জন্য সঞ্চয়। সুবিধাভোগী – কন্যাসন্তান। অফিসিয়াল সাইট – https://licindia.in/
advertisement
3/8
পলিসির বিবরণ: মিনিমাম বেসিক সাম অ্যাসিওর্ড – ১০০০০০ টাকা। ম্যাক্সিমাম বেসিক সাম অ্যাসিওর্ড – কোনও উর্ধ্বসীমা নেই। মূল বিমার পরিমাণ ১০০০-এর গুণিতক হতে হবে।
advertisement
4/8
পলিসির মেয়াদ – ১৩ থেকে ২৫ বছর। পলিসির বৈশিষ্ট: কন্যার ভবিষ্যত সুরক্ষিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাধীন হতে সাহায্য করবে। পলিসির মেয়াদ শেষ হওয়ার তারিখের আগের ৩ বছর পর্যন্ত জীবন ঝুঁকি কভার পাওয়া যায়। মেয়াদপূর্তিতে একলপ্তে টাকা দেওয়া হয়।
advertisement
5/8
পলিসি চলাকালীন কন্যার পিতার মৃত্যু হলে বাকি প্রিমিয়াম মকুব করে দেওয়া হয়। পরিবারে কারও দুর্ঘটনায় মৃত্যু হলে অবিলম্বে ১০ লাখ টাকা দেওয়া হয়। সাধারণ মৃত্যুর ক্ষেত্রে দেওয়া হয় ৫ লাখ টাকা। পাশাপাশি ম্যাচিউরিটির তারিখ পর্যন্ত প্রতি বছর সুবিধাভোগীকে ৫০ হাজার টাকা দেওয়া হয়।
advertisement
6/8
মেয়াদপূর্তিতে ম্যাচিউরিটির পুরো টাকা হাতে আসে। এনআরআই নাগরিক দেশে না গিয়েও এই পলিসির সুবিধা নিতে পারেন। পলিসির সুবিধা: প্রতিদিন ৭৫ টাকা জমিয়ে ২৫ বছর পর ১৪ লাখ টাকা পাওয়া যাবে। আর প্রতিদিন ২৫১ টাকা জমালে ২৫ বছর পর মিলবে ৫১ লাখ টাকা।
advertisement
7/8
এই পলিসিতে প্রতি বছর বোনাস পাওয়া যায়। এলআইসি কন্যাদান পলিসিতে মেয়ের বিয়ে তো বটেই, বিয়ের পরেও সারা জীবনের জন্য অর্থ প্রদান করা হয়।
advertisement
8/8
পলিসির চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে, মৃত্যুর বছর থেকে মেয়াদপূর্তির তারিখ পর্যন্ত প্রতি বছর বেসিক সাম অ্যাসিওর্ডের ১০ শতাংশ টাকা দেওয়া হয়। মেয়াদের ৩ বছর কম প্রিমিয়াম দিতে হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC-র এই পলিসিটা জানেন? মেয়ের ভবিষ্যত নিয়ে আর চিন্তা নেই, দেখে নিন খুঁটিনাটি